নিরক্ষর নদীগুলো

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ০৮/১২/২০০৯ - ৮:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওরা আমার চেয়ে জানে বেশী , প্রবাহিত হতে হতে
রেখে যায় পলির প্রতীক আর মানুষের জন্য উর্বর
ভালোবাসা , জীবনের জৈব রসদ। ওরা আমাকেও
শেখায় , কীভাবে বুকের স্রোতে নিরন্তর সুর্যেরা আলো
ফেলে জাগায় চরের সবুজ , কীভাবে মাঝিমন্ত্র শিখে
নায়ের গলুই ছুটে চলে উত্তরের সন্ধানে , একান্ত দক্ষিণ থেকে

নিরক্ষর নদীগুলো
আমার চেয়ে জানে অনেক কিছু বেশী
এবং আগাম বুঝতেও পারে
কখন আসবে ঝড় , তুফানের তৃতীয় বাহুতে
কতোটা আশ্রিত হয়ে ডুবে যাবে কিশোরীর চোখ।

ঋতুমঙ্গল রীতিতে
নদীগুলো বার বার দিয়ে যায় উৎসের উপাত্ত
যুগল নয়ন ছুঁয়ে , অক্ষরের হিমটুকু নিতে।

ছবি - ওলফম্যান এল


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

দারুন লাগলো। এটা বলার জন্যই লগ ইন করলাম। হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ

ফকির লালন এর ছবি

ভালো লাগলো।

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।