কোপেনহেগেন-২০০৯

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: শুক্র, ১১/১২/২০০৯ - ৯:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

কোপেনহেগেন-২০০৯

জল এবং বায়ুর হিস্যা , আমাদের কোনো দিনই প্রয়োজন ছিল না।
আমরা চেয়েছিলাম একবাটি ভাতের ফেন, একটা মলিন কম্বল আর
একটা মাটির কলস। বিশুদ্ধ জলপানের মুগ্ধ নেশা পরিত্যাগ করে
আমরা কাদাজলে ভাসাতে চেয়েছিলাম আমাদের ভাঙা নৌকো।

রক্তের অনাদি অস্থি দিয়ে তাই এঁকেছিলাম প্রিয়তমা স্বদেশের ছবি।
গণিকা ভোরের মায়া ভুলে কনুই পুঁতে দিয়েছিলাম এই মাটিতে,অস্ত্র
লুকিয়ে রেখে মায়ের ছেঁড়া শাড়ীর ভাঁজে , আমরা নেমেছিলাম একটি
মুক্তিযুদ্ধের লোকজ জমিতে -ফলাবো আউশের বীজ ,সবুজ লতাগ্রহ।

আমাদের সেই স্বপ্নের উজানে এখন জেগে আছে ভাসান চর। বিবর
তারার মেলা আমাদের শরীরে জন্ম দিয়েছে হাজারো ক্ষতের। কিছুটা
উদভ্রান্ত আলো এসে প্রতিদিনই দেখছে আমাদের মুখ। আমরা ভুলে
যাচ্ছি আমাদের গৌরবোজ্জ্বল প্রতিরোধ প্রতিভার কথা। আর মুক্ত
হাত পেতে এখন দু'চারটি ইউরোর খোঁজে লোটাকম্বল নিয়ে ছুটছি ,
কোপেনহেগেনের দিকে।

ছবি- টমি মাইকেল জেনসেন


মন্তব্য

বন্যরানা [অতিথি] এর ছবি

কোপেনহেগেন নিয়ে কবিতা পড়ব, ভাবিনি। ধন্যবাদ আপনাকে।

হাত পেতে এখন দু'চারটি ইউরোর খোঁজে লোটাকম্বল নিয়ে ছুটছি ,
কোপেনহেগেনের দিকে।

মাঝে মাঝে ভাবি, আমরা কি শেষ পর্যন্ত ভিক্ষুক জাতিতে পরিনত হচ্ছি?

অনার্য সঙ্গীত এর ছবি

গুরু গুরু
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো

ফকির ইলিয়াস এর ছবি

পড়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।