অনেকদিন পর কামু'র 'আউটসাইডার' বইয়ের মলাট খুলে

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ১৩/০৭/২০০৭ - ১২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কামু কে ওরা কি নামে ডাকে,
আলবেয়ার কামু না আলবার্ট ক্যামুস?

যে নামেই ডাকুক
তুমি কামু বেশ লোক- নিতান্তই বাইরের তুমি
বলে যাও ভেতরের কথা,
একদম বুকের মধ্যে কিংবা গলায়
জমাট হয়ে আটকে থাকা - একদল বাষ্পকে
সাদা কথার তুষ আগুনে গলিয়ে দাও

নিতান্ত অবহেলায়।

বাইরের লোক তুমি, তবু
কি নিদারুণ শৈল্পিক যন্ত্রণায় আমাকে চুবিয়ে রাখো।

এইভাবে-
'মা মারা গেল আজ। অথবা আজ নয়, কাল।..'

এর কোনো মানে হয় না।

হয়তো তুমি সত্যবাদী,কিংবা ভন্ড
হয়তো তুমি বাইরে কামু,
কিংবা ভেতরের ক্যামুস, জানি না।

যাই হউ না কেন,তুমি কামু বেশ লোক- নিতান্তই
অবহেলায়
ফেলে যাও মরমে একদলা কাদা।


মন্তব্য

অপালা এর ছবি

ওনার কথা আমার কিছু দিন আগে বেশ মনে পড়েছে,একটা ঘটনায়

কারুবাসনা এর ছবি

এই পড়ছিলাম, সন্দীপনের 'মাতৃস্তোত্র', মহীণের সাথে আবার প্রবেশ করলাম আউটসাইডারে। তার সেই ছবি নিয়ে কথা হল আর রুবির সাথে প্রেস ক্লাবে।

তারপর আবার।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

হাসান মোরশেদ এর ছবি

এখানে দেখলাম আলবার্টই বলে ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জিফরান খালেদ এর ছবি

আমি এক মহাভক্ত এই ব্যাটার। পারলে অলিভার টডের ওরে নিয়ে লিখা বই খান পইরেন। ভাল লাগবো।

ফারুক হাসান এর ছবি

বইটার নামখানা বলবেন কি দয়া করে? অনেক ধন্যবাদ @ জি. খালেদ

-----------------------
জানেনিতো, ইহা নিতান্তই নিজস্ব মতামত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।