সময়কে ছেড়ে দিলে

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: মঙ্গল, ১২/০১/২০১০ - ৩:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

একটি পরিবার। একটি মহল্লা। একটি শহর। দানা বেধে দিনাতিপাত। প্রজন্ম থেকে জন্মায় নতুন প্রজন্ম। কাঁধ বদল হয় জীবনের বোঝা। ঘুরে ফিরে আসে দ্বেষ, সংশয়, সহমর্মিতা। কোথায়ো জোট বাধে মানুষ, কোথায়ো বিচ্ছিন্ন হয়ে যায় জটলা। যখন ভাঙ্গনের গান শুনে আসে বিচ্ছেদ, ফুলেরা কাঁদে, কাঁদে বসন্তের হাওয়া। চায়ের দোকানে ঘাঁটি গাড়ে অবেলার রোদ। তোমাকে পাবার আকুলতা শহরের বাতাসে ডেকে আনে বারুদের গন্ধ, যুদ্ধে যেতে ঘর ছাড়ে কিছু মানুষ। দেয়ালের গায়ে জমে ধুলোর আস্তর। পাতাদের লাশ পড়ে থাকে রাস্তায়, শেকড়ের কাছে।

তবু তো, সময়কে ছেড়ে দিলে যুমনার জলও স্ফটিক হয়, তাতে জেগে উঠে চর। পাখিরা ফিরে আসে বন্ধুর মত। কোনো কোনো দুরন্ত কৈশর পেরিয়ে আসে যৌবন, যোদ্ধাদের দল ফিরে আসে, ঘরে। পিতার কোল জুড়ে ঘুমন্ত শিশুটির মুখে খেলা করে লাস্যময় হাসি। পরিবার যুথবদ্ধ হয়, গলির মুখে অবিরাম ছুটে চলে ক্যারামের গুটি। শহর, ফিরে আসে শহরে।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুন, অসাধারন। এতো ছোট কথাট এতো অর্থবহ লেখাট আসলেই কঠিন। আমনাকে সালাম, ধন্যবাদ, শিখলাম ছোট লেখা দিয়েও মন জয় করা যায়।
কামরুজ্জামান স্বাধীন।

অতিথি লেখক এর ছবি

প্রিয় হাসান ভাই
কবিতার মত সুন্দর হয়েছে। খুব ভালো লাগলো।
ভালো থাকুন।

শেখ আমিনুল ইসলাম

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

প্রতিটা বাক্যই সুন্দর। ভাই আপনি খুব ভালো লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

ফারুক হাসান এর ছবি

অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান স্বাধীন, শেখ আমিনুল ইসলাম এবং ইবরাহিম যুন।

সাধ্য থাকলে এই নিয়ে একটা উপন্যাস লিখতাম। আফসোস, সেই যোগ্যতা, সময় এবং সাহস কোনোটাই নেই। তাই প্লটটা ছেড়ে দিলাম। ভাবছি, উপন্যাস হলে মন্দ হত না, ফ্ল্যাপে লাইনগুলো চমৎকার মানিয়ে যেত!

মামুন হক এর ছবি

এত চমৎকার একটা কবিতার ট্যাগ ব্লগর ব্লগর কেন কবি সাহেব? ব্যর্থকাব্য শিরোনাম তো পাঠকের অনুরোধে ব্যান করা হইসে--এখন অব্যর্থকাব্য বা অন্তত দ্ব্যর্থকাব্য লেখা ছাড়া আপনার গতি নাই হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কবিতা ভাল্লাগছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তিথীডোর এর ছবি

কবিতাকে ব্লগরব্লগর বলা ঘোর অন্যায়!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

রাহিন হায়দার এর ছবি

সহমত!
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

ফারুক হাসান এর ছবি

এই খাইছে!

অতিথি লেখক এর ছবি

ভলো লাগলো।

ঠিক বলেছেন উপন্যাস লিখলে ফ্ল্যাপে এটা লিখতে পারতেন।

চেষ্টা করে দেখুন... উপন্যাস করার মত যথেষ্ট উপকরণ আছে এতে।

###তাসনীম###

অতিথি লেখক এর ছবি

ছেড়ে দিলে যুমনার জলও স্ফটিক হয়, তাতে জেগে উঠে চর

অসাধারণ।
গলির মুখে অবিরাম ছুটে চলে ক্যারামের গুটি

ফারুক ভাই, আপনাকে স্যাল্যুট।

---- মনজুর এলাহী ----

আশরাফ মাহমুদ এর ছবি

উপন্যাস না পারেন, গল্প লিখে ফেলেন। চমৎকার হবে। শুরু আর শেষে কারামের গুঁটি বিয়ষক দৃশ্য রাখতে পারেন!

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

অতিথি লেখক এর ছবি

অনু কথনটা পড়তে ভাল লাগল।
-- শফকত মোর্শেদ ::

ফারুক হাসান এর ছবি

অনুকথন! ভালো বলেছেন তো!!

অতিথি লেখক এর ছবি

ফারুক হাসান লিখেছেন:
অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান স্বাধীন, শেখ আমিনুল ইসলাম এবং ইবরাহিম যুন।

সাধ্য থাকলে এই নিয়ে একটা উপন্যাস লিখতাম। আফসোস, সেই যোগ্যতা, সময় এবং সাহস কোনোটাই নেই। তাই প্লটটা ছেড়ে দিলাম। ভাবছি, উপন্যাস হলে মন্দ হত না, ফ্ল্যাপে লাইনগুলো চমৎকার মানিয়ে যেত!

অতিথি লেখক এর ছবি

বেশ হয়েছে। ছোট ছোট কিছু শব্দে কী সহজেই না কত কিছু বলা যায়!

স্নিগ্ধা করবী

পান্থ রহমান রেজা এর ছবি

উপন্যাস না হোক, একটা গল্পই লিখে ফেলুন!
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

অতন্দ্র প্রহরী এর ছবি

দুর্দান্ত লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।