এস এম এস করুন ৫৮৫৮ এ

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শুক্র, ২০/০৩/২০০৯ - ২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেকেন্ড ডিভিশনে পাশ করে শেফালী যখন কলেজে ভর্তি হলো তখন হিরূ মেম্বারের বদমাশ পোলা খোড়া হাশেম তাকে একদিন ‘কারিনা জান আমার’ বলে শিস দেয়ায় সে একমাস কলেজ কামাই দিল। শেফালীরে তার বাপজান বিয়ে দেয়াই মনস্থ করেছিলো তবে শেষপর্যন্ত ব্যাপারটা না অদ্দুর বাড়ায় বিয়ের আর দরকার হলোনা। তার গলা মিষ্টি ছিলো, অন্তত কলপাড়ে গাইলে তার বাবার ভালোই লাগতো। সেটাও বিয়ে না দেয়ার একটা কারন হতে পারে।

শেফালী এখন সাবিনা বেগম। এসএমএস করে ভোট চায়। আগের মতোই গলা মিষ্টি তবে আর শরম পায়না। নাঁচিতে পারে, কূঁদিতে পারে, ক্যাটওয়াক করিতে পারে, আরো কি কি করিলে আমরা শরম পাইমু - তাও পারে কিনা জানা নাই। ডায়েটিশিয়ান, বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার, গানের টিচার এগুলোর ভীড়ে তার আর ঘুম নাই।

ওদিকে ওরে সবচে ভোট বেশী দেয় হাশেম, যারে সে একবার শিস দিয়া বিয়ার বিপদে ফেলিয়া একদম ভুলিয়া গিয়াছিল, সেই বেয়াদপী ঘুচাইতে সে এখন নিত্য ভোট দিতে ও দেওয়াইতে থাকে। তাও শেফালীর বাবা আর শেফালীরে বিয়া দেওয়ার কথা আর চিন্তা করেনা। বাজারের চাইতে বড় বাপতো আর সে নয়।

শেফালী – সাবিনা; সাবিনা – শেফালী
বাজার – বাপ- বেয়াদপ; বেয়াদপ –বাপ – বাজার
(বাপটারে কি বাদ দি্মু?)
পেখম – প্রতিভা; প্রতিভা – পেখম
ডায়েটেশিয়ান, বিউটিশিয়ান, মিউজিক টিচার
মিউজিক টিচার, বিউটিশিয়ান, ডায়েটিশিয়ান
(টিচার হালারে বাদ দেই, কি কন?
তারে ছাড়া ক্যামুন সুন্দর শোনায়, দ্যাখেন!)

শিয়ান, শিয়ান, শিয়ান
...............
.............
শিয়াল, শিয়াল, শিয়াল ...।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শিরোনাম পড়ে বিজ্ঞাপন কিনা সে বিষয়ে কনফিউজড! হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কেন এসএমএস? কোন গানের প্রতিযোগিতা নাকি? কনফিউজড।

ভূঁতের বাচ্চা এর ছবি

লেখাডা পইড়া মাথায় গিয়াঞ্জাম লাইগা গেল !
বুজতারলামনা কিচ্ছু ...
-----------------------

--------------------------------------------------------

গোপাল ভাঁড় এর ছবি

কঠিন হইছে ত। এই লেখা টা কি নিয়া?

--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার

--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........

সংসারে এক সন্ন্যাসী এর ছবি


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

(টিচার হালারে বাদ দেই, কি কন?
তারে ছাড়া ক্যামুন সুন্দর শোনায়, দ্যাখেন!)

বাদ কেনই বা দেবেন? পুরো প্যাকেজের মধ্যে মিউজিক টিচারেরও দরকার আছে তো!

কিন্তু, টিভির বিভিন্ন প্রতিযোগিতায় 'খুঁজে পাওয়া নতুন প্রতিভা'দের বাজারজাতকরণ নিয়ে এই কটাক্ষ/কবিতা কেন? হাসি বাজার তো বাপই, নতুন কথা তো নয়, সেটা? আমরা বা অন্তত আমি যা পড়াশোনা করেছি, সেটাকে বাজারে বিক্রি করেই কিন্তু চালাচ্ছি। তাহলে 'এস এম এস প্রার্থী'রাই বা নয় কেন? হাসি

জাকিয়া জেসমিন এর ছবি

ঠিকমত বুঝবার পারলামনা, ঘটনাডা কি!

তানবীরা এর ছবি

বাজার বাদ দিয়া লাভ কি? এটাইতো বাস্তবতা। পড়াশোনা শেখা আর ধার্মিক লাইন ধরা উদ্দেশ্যতো একটাই নিজেরে বাজারে ভালো দামে বিক্রি করা। মাস মাস যা পাই তাতো নিজেরে বিক্রির মাসোহারা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুহান রিজওয়ান এর ছবি

দারূণ লিখসেন...!!!
বাঁশ দেয়ার এই রকম একটা প্লট যে কেমনে পাইলেন...!!!
বেশী জোস...

ইন্দুর এর ছবি

সচলায়তনে এতদিন সব ব্লগই বাংলায় হইছে।

হিব্রুতে কবে থেকে ব্লিগং চালু হল তারিখটা প্লিজ জানান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।