শরণাগত

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৩/১০/২০০৯ - ৩:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটা মানুষ
দাঁড়ায়ে আছে পাড়ে -
তুমি তারে - সাড়া দাও।

একটা মানুষ করতল মেলে দ্যাখে
আঙ্গুল গলে পড়ে গ্যাছে সব
ক্রোধ, দুঃখ, স্বেদ –
তুমি তারে - খানিকটা জল দাও।

একটা মানুষ খুঁড়ে আনে সব
যতখানি মায়া না পেলে
মানুষেরা ম্যালেনা প্রজাপতি-পাখা, ততখানি -
তুমি তারে - চোখ মুছে দাও।

একটা মানুষ সবটুকু হারায়ে আজ তার,
নতজানু হয়ে দাঁড়াতে এসেছে পাশে
পিছে ফেলে আজন্ম সংস্কার -
তুমি তারে - একটুকু ছায়া দাও।

একটা মানুষ
দাঁড়ায়ে আছে পাড়ে -
তুমি তারে - আজ ছুঁয়ে যাও।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

যদি ভুল বুঝে না থাকি, তাহলে এই ঘরাণার কবিতা আপনি খুব কম লিখেছেন। কবিতা শেষ করে মনে হল আরো কিছু শোনার বাকি ছিল।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

যুধিষ্ঠির এর ছবি

দুর্দান্ত হয়েছে কবিতা, ফকির লালন!

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো।

নৈশী।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর কবিতা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।