তুমি চলে যাবার পর ...

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৯/১০/২০১০ - ১:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি চলে যাবার পর,
আমাদের এক অদ্ভুত অচিন অবসাদ গ্রাস করে।

যে দুটো বক উড়ে গ্যালো, সায়াহ্নে,
কিংবা তাড়িত দুপুরে তারস্বরে যে কাক চেঁচাচ্ছিলো,
আমাদের মতো তাদেরো তোমার বিদায়ের সাথে
কোন সম্পর্ক আছে কিনা, সে প্রশ্নে আমাদের
দার্শনিক বন্ধুর কপালকুঞ্চন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে।

আর আমাদের মধ্যে যে কবি,
স্বপ্ন নিয়ে যার জীবনযাপন,
তার স্থির বিশ্বাস হয় যে - তুমি ফিরে আসবেই;
সে বলছিলো, কবিতা এমনই এক নির্মান, যে
তোমার অনুপস্থিতিতে, তা কেবলই অপূর্ন থেকে যায়।

আর আমাদের মধ্যে যারা বেশ, যাকে বলা যায়,
প্রাকটিকাল, তারা অবশ্য বুঝেছিলো যে প্রতিটি মানুষেরই
ভাগ্যান্নোয়নের অধিকার জন্মগত। এবং তোমার
প্রস্থানের সাথে তার ক্রিয়া-প্রতিক্রিয়ার সম্পর্কটা
তাদের কাছে এতটাই অনুধাবিত ছিলো
যে - নিজেদের ভাগ্যান্বেষনে, তারাও
দূরতম অভিবাসনের স্বপ্নে বিভোর হয়ে ওঠে;
কেননা তাদের ধারনা হয়, পথ একই হলে
তোমার সাথে ফের দেখা হওয়া অবশ্যম্ভাবী,
সময়ের অপেক্ষা মাত্র।

আর আমরা, যারা খুব সাধারন,
কিংবা বলতে পারো, সাধারনের থেকেও আরো অক্ষম,
তারা কেবলই ভাবতে থাকি,
যদি যাবার আগে, ভুল করে, তুমি আরও কিছুটা বেশী
অবহেলা করে যেতে - তবে তাই নিয়ে কাটানো যেতো বাকীসব।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ফকির লালন এর ছবি

ধন্যবাদ, সিমন।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আপনার কবিতার এক একটা দিন নষ্ট করার অদ্ভূত ক্ষমতা আছে। জানি এই কবিতা পড়লে আজকের দিনটা নষ্ট হবে, তবু এই লোভ সম্বরণ করতে পারিনা।

এই টাইপো দুটো ঠিক করে দিনঃ

তাড়স্বরে > তারস্বরে
অবশ্যাম্ভাবী > অবশ্যম্ভাবী



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

ধন্যবাদ পান্ডব। শুধরে নিলাম। দিনটা নষ্ট হলো? সরি, মন খারাপ জিনিস আর লিখবোনা।

প্রখর-রোদ্দুর এর ছবি

এই কবিতা বপন করে যায় কোন এক অজানা মেরুতে অজানা কোন এক বীজ । কি এর নাম ?
-দুঃখ ?
-বিষাদ?
-ক্লান্তি?
-আরো এক দীর্ঘশ্বাস লুকোনো দিন?

জানা নেই তবে কেবল জানি ধীরে ধীরে এই বীজ ছড়াবে পাতা, লতা -বন থেকে বনানী ............... কেমন করে ভিন্ন ভিন্ন জারে রচিত হয় একই প্রজাতির মহিরুহ ।

আপনার লেখা পড়ে এমনটাই উপলব্ধি যাগে আমার প্রতিবার ।

_____ প্রখর

ফকির লালন এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য। আমার আসলে মন খারাপের রোগ আছে।

ফারুক হাসান এর ছবি

'তুমি' আসলে কে!

কবিতাটা অদ্ভূত!

ফকির লালন এর ছবি

তুমি টা যে কে সে নিয়ে আমিও কুয়াশায় আছি। আমারই প্রতিচ্ছবি নাকি?

তিথীডোর এর ছবি

গুরু গুরু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ফকির লালন এর ছবি

ধন্যবাদ।

ফারাবী [অতিথি] এর ছবি

তুমিটা কে? আরশীনগরে থাকে নাকি? লেখার ভংগি দেখে ত মনে হয় কবি খুব ভাল ভাবেই জানে কে। তবু ধোয়াশাটাই ভাল লাগে। এই আলো-আঁধার না থাকলে আর কবিতা কেন।

নাজনীন খলিল এর ছবি

চমৎকার লাগল কবিতাটি।

শুভেচ্ছা কবির জন্য।

রানা মেহের এর ছবি

ভারি সুন্দর কবিতা তো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অতিথি লেখক এর ছবি

কবিতাটি মুগ্ধ করল আমায়।

অনন্ত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।