কবি

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: বুধ, ০৬/০৪/২০১১ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মানুষটা পৃথিবীর সব দুঃখ ধারণ করে
নীলকন্ঠ হবে বলে কোথায় যে হারিয়ে গিয়েছিলো,
একদিন সে ফিরে এলো কবি হয়ে,
যদিও একটাও কবিতা সে ল্যাখে নাই,
তবুও লোকে তাকে কবি বলেই জানে।

আমাদের যতোরকম দুঃখ আছে
ছোট, বড়, মাঝারি,
আমরা তাকে জমা দিয়ে আসি,
সে তাতে ফোটায় ফুল,
জুঁই, জবা, শিউলী -
যেমন তার সাধ হয়।

তার সর্বাঙ্গে কাঁটা ফুটে আছে,
সে বিষে নীল হয়ে আছে,
সে একটাও ল্যাখে নাই কবিতা,
তবু লোকে কেন তাকেই কবি বলে?

কবিদের এই ব্যাপারটা বেশ অদ্ভুত;
কেউ দিব্যি দুঃখগুলোকে শব্দে বদলে ফ্যালে,
আর কেউ কেবলই তা নীরবে জমিয়ে রাখে,
অথচ দ্যাখো, লোকে বলে,
ওরাই নাকি সবচেয়ে স্বপ্নবাজ!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

কবিরাই স্বপ্নবাজ সবচে' বেশি, আবার 'কবিরা কাঁদলেও তার অশ্রু থেকে মৃত্যু ঝরে পড়ে' তাই বুঝি খুব সাধারণ মানুষ হিসেবে কবিদের প্রতি আমাদের থেকে যায় বিস্ময়মাখা অনুভূতি! বেশ লাগলো আপনার কবিতা হাসি

- আয়নামতি

সৈয়দ আফসার এর ছবি

কবি লইজ্জা লাগে

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

অতিথি লেখক এর ছবি

অসাধারণ!!!!!!!!!!!!!!!

অতীত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিদের শুধু এই ব্যাপার কেনো, আরো অনেক ব্যাপার অদ্ভূত। তবে সেগুলো নিয়ে মনে হয় কবিতা লেখা হবে না। কারণ, সেগুলো অকবিরা বুঝতে পারে, কবিরা নয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সুমিমা  ইয়াসমিন এর ছবি

কবিদের ব্যাপার কয় প্রকার? চোখ টিপি

আনন্দী কল্যাণ এর ছবি

যদিও একটাও কবিতা সে ল্যাখে নাই,
তবুও লোকে তাকে কবি বলেই জানে

ভাল লাগল।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

ভাল লাগল।

রোমেল চৌধুরী এর ছবি

কিছুকাল সুখ ভোগ করে হলো মানুষের মতো
মৃত্যু ওঁর, কবি ছিল, লোকটা কাঙালও ছিল খুব।
মারা গেলে মহোৎসব করেছিল প্রকাশকগণ,
কেননা, লোকটা গেছে, বাঁচা গেছে, বিরক্ত করবে না
সন্ধ্যেবেলা সেজে-গুজে এসে বলবে না, টাকা দাও
নতুবা ভাঙচুর হবে, ধ্বংস হবে মহাফেজখানা
চটজলদি টাকা দাও, নয়তো আগুন দেবো ঘরে

অথচ আগুনে পুড়ে গেল লোকটা, কবি ও কাঙাল!
(এপিটাফ, 'যেতে পারি কিন্তু কেন যাবো', শক্তি চট্টপাধ্যায়)

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।