জ্যোৎস্না-স্নান

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: রবি, ১৯/০৬/২০১১ - ২:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তুমি আমি, কাজলরেখা, জ্যোৎস্না চাখতে
যখন যেতাম উত্তরের গাঙে,
সেখানে বিশাল সব হাঁ-করা ঢেউ,
যেন বোয়ালের মতো গিলে খাবে চাঁদ সদাগরের নাও

জ্যোৎস্নায় ধুয়ে যায় মন,
জ্যোৎস্নায় ভিজে যায় শরীর,
জ্যোৎস্না না কাজলরেখা - তুমি,
কার নেশা বড়, ভাবতে ভাবতে আমার কিস্তিই
বুঝি গিলে খায় তোমার উথালপাথাল হাওড়।

তারার শামিয়ানা, ছলাৎ-ছলাৎ, তুমি আমি
পাশাপাশি, বলো, মরণেই বা আর কিবা আসে যায় -
অমন রাতে - আমাদের বেসাতি স্বপ্নের,
আমাদের বেসাতি জোৎস্নার।


মন্তব্য

কবি-মৃত্যুময় এর ছবি

জ্যোৎস্নায় ধুঁয়ে যায় মন,
জ্যোৎস্নায় ভিঁজে যায় শরীর.....

.....ওমন রাতে - আমাদের বেসাতি স্বপ্নের,
আমাদের বেসাতি জোৎস্নার।

ভালো লাগল ভাইয়া। চলুক

________________________
আগমনী বরষা

আয়নামতি1 এর ছবি

চিন্তিত

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

'কাজলরেখা' সিরিজের ক্রমবৃদ্ধি কামনা করি। আশা করি একদিন সে নিজেই একটা কাব্যগ্রন্থের সমান হবে।

যারা কাজলরেখাকে চেনেন না তাদের জন্য লিঙ্ক

চাখতে, ধুয়ে, ভিজে থেকে চন্দ্রবিন্দু বর্জন করুন। দ্বাদশ পংক্তিতে 'অমন'টা 'ওমন' হয়ে গেছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ফকির লালন এর ছবি

নাম ও ইন্টারনেট বিভ্রান্তিতে দু'বার পোস্ট হয়ে গ্যাছে। একটা মুছে দিতে আয়নামতির মন্তব্য হারিয়ে গ্যালো।

মৃত্যুময়, আয়নামতি @ ধন্যবাদ।

পান্ডব, শুধরে দিলাম, ধন্যবাদ।

রোমেল চৌধুরী এর ছবি

বাহ!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অনার্য সঙ্গীত এর ছবি

বাহ!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

বইখাতা এর ছবি

ভাল লাগলো।

নীল রোদ্দুর এর ছবি

খুব খুব খুব ভালো লেগেছে, মনটা যেনো রিনরিনিয়ে সুরে সুরে ভরে গেল... হাসি

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

কৌস্তুভ এর ছবি

দারুণ!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

তানিম এহসান এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।