মেঘের যতিচন্দন

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বুধ, ০২/০১/২০০৮ - ৩:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেঘের যতিচন্দন
ফকির ইলিয়াস
---------------------
হাঁটতে হাঁটতেই বিগ্রহ চিনি। খুলে দিয়ে অন্যআকাশ দাঁড়াই
যাবতীয় রঙ এর বারান্দায়। ঝুলে আছে মেঘরঙ মন, উপবাস
পেরিয়ে বিযুক্ত বেদনা। সবকিছুই সঞ্চয় আমার। তা না হলে
এতো দিনে ভিটেহারা হতাম। খুব বেশী বৈভবী হবো তেমন
কোনো ইচ্ছে ও ছিল না কোনোকালে। তবুয়ো যতিচন্দন মেখে
নিজহাতে সাজিয়েছি আমার এই শব্দ সংসার। আপাততঃ দেবো
না কিছুই। শুধু নিয়ে যাবো। দেবে না ? সন্ধ্যাচূর্ণ , খড়িমাটি
মিশ্রিত নদীর কিনার ।
=======================================


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।