সবুজের আদিম কিনার

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ০৭/০১/২০০৮ - ৪:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সবুজের আদিম কিনার
ফকির ইলিয়াস
==================================
জেগেই দেখি দুচোখে সুরানেশা। পেশা ছিল, দাঁড়টানা মাঝির। পৃথিবীর
পথকলা রপ্ত ছিল নৌকোর নতুন গতিতে । দিতে এসে প্রথম গরহাজিরা,
দেখেছি অণুসিক্ত জলের উত্থান। সমান শোক নিয়ে আমিও খুঁজেছি প্রবাল।
কাল থেকে মহাকালে যে পাথর শুধু জমা হয়। নিলয় নিশ্চিত জেনে তারপর
গ্রহপথে হাঁটে। কাটে জল,ফল,শস্য,সবুজের আদিম কিনার। যার থাকে বুক
খোলা , সে ভাসে ধারণ গহীনে। চিনে নেয় আত্মজন্ম , আর যতো ঢেউবোধ
গাঁথা। মাথা তুলে ডাক হাঁকি , কে আছো ! অনুরাগে, লিখো পৃথিকথা ।
--------------------------------------------------------


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।