মুলতবী আলোর গান

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ৮:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুলতবী আলোর গান
ফকির ইলিয়াস
======================================
প্রেমের পাঁজর খুঁড়ে ঘুনসূর্য। অনাগত বর্ষা এসে ধুয়ে নেবে পাপ,
এমন প্রত্যয় নিয়ে ভোরগুলো নমিত হয়। চারপাশে রঙের দ্রবণ
মিশায় নুনতন্ত্র। সে আরেক বিধান ! যারা চিনে তামার ধাতুধর্ম,
কেবল তারাই কেঁপে ওঠে । কাঁপায় হ্রদ এবং হৃদয়ের শিরা।উপ
শিরায় জমা রেখে মুলতবী প্রস্তাব, গেয়ে যায় অভিন্ন আলোর গান।

এখানে এর আগেও জ্বলেছে অনেক , কালের কর্পূর। এই বাঁকে
বসে যারা দেখেছে খেলুয়ার গমন দৃশ্য , তারা জানে মাল্লাদের
পেশীর টান, কিভাবে উজিয়ে যায় বৈরী বাতাস। কতোটা ধীর
কৌশলে ,কিভাবে মিশে যায় তারা ঝড়ের উত্থানের সাথে।আবার
দেখা হবে,কোনো বর্ষা কিংবা বসন্ত উৎসবে,এমন আলোভাসায়।
----------------------------------------------------------


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

আবার
দেখা হবে,কোনো বর্ষা কিংবা বসন্ত উৎসবে,এমন আলোভাসায়।

আজকে দেখি একাধিক কবিতায় দেখা হওয়া প্রসঙ্গ। কবিদের কী হলো?
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফারুক হাসান এর ছবি

শব্দের বাঁধন দারুণ লাগলো!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

অতিথি লেখক এর ছবি

যাহা গোপন , তাহাই প্রিয়
যদি পারো ,বুক খুলে দিও ----
----- গোপনে দেখা হওয়ার মাঝেও তো এক অন্যশিহরণ আছে !
থ্যাংকস মুজিব ভাই ।
-----------------------------------------
প্রিয় ফারুক হাসান, বিনীত ধন্যবাদ।
==== ফকির ইলিয়াস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।