নাগরিক

নিবিড় এর ছবি
লিখেছেন নিবিড় (তারিখ: রবি, ০৭/০৯/২০০৮ - ৮:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাগরিক

হে নগর সন্তান
আজ রাতে বাইরে তাকাও
মেঘ মুক্ত আকাশে সেরে নাও তোমার জোছনা বিহার
কারণ?
হয়ত বা কাল তোমার দৃষ্টি কে করবে আড়াল কোন কঙক্রিেটর দেয়াল।

হে নগর সন্তান
শেষ কবে তুমি ভিজেছো শ্রাবণ ধারায়
হয়তো সেটাই পিচ ঢালা রাজপথে
তো্মার শেষ বৃষ্টি স্নান।

হে নগর সন্তান
শেষ কোন চৈেএ
প্রহর শেষের আলোয় তুমি দেখেছিলে
প্রিয়ার চোখে তোমার সর্বনাশ।

হে বন্ধু
শেষ তুমি কবে সত্যিকারের আয়েশে
এলিয়েছ গা,
প্রতিযোগিতা নয়, হিংসায় নয়, ঈর্ষায় নয়
শুধু এলোমেলো চিন্তায় ভাসিয়েছ মন
হয়তো সেটাই ছিল
তোমার-
নাগরিক থেকে মানুষ হবার শেষ অপচেষ্টা।
নাম- নিবিড়
ইমেইল-nibir110@hotmail.com


মন্তব্য

তিথীডোর এর ছবি

কবিতায় শখ সব্বার। খাইছে
গাল খাই আমি একা।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।