আমাদের গল্প

সুমন তুরহান এর ছবি
লিখেছেন সুমন তুরহান [অতিথি] (তারিখ: সোম, ২৮/০৩/২০১১ - ৯:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের গল্প

শঙ্খসাগরে উঠবে নতুন চর
অদূরে সূর্য সোনাঝরা লাল তিল,
আমাদের ঘিরে কাঁপবে রৌদ্রঝড়
বধির বিকেল তোমার ছোবলে নীল।

ঢেউয়ের সিঁড়িতে ঢেউ ভেঙে যাবে ক্ষয়ে
পাখিরাও যাবে সূর্যাস্তের বাড়ি,
রঙধনুমাঝে অষ্টমরঙ হয়ে
বন্যবাতাসে উড়বে তোমার শাড়ি।

নীলিমা-মাতাল মেঘেদের আনাগোনা
দু'পায়ে বাজাবো গীতবিতানের গান,
শরীরে ছড়াবো অজর রৌদ্রকণা
চুলে গুঁজে দেবো গুচ্ছ গুচ্ছ ধান।

গীতিভারাতুর রাত্রিশেষের আগে
আমাদের ঘিরে জাগবে নদীর কাদা,
জ্যোৎস্না যখন ঢেকে যাবে নৈদাঘে
জোনাকির আলো জ্বলবে স্নিগ্ধ শাদা।

শঙ্খসাগরে উঠেছে নতুন চর
তোমার দু'ঠোঁট সহসা অতর্কিতে,
এই মরুভূ'তে এনেছে প্রবল ঝড়
তীব্র কোমল বর্ষার সঙ্গীতে।


মন্তব্য

হিমু এর ছবি

জ্যাকেট পরা এই লোকটা কে?

অতিথি লেখক এর ছবি

শুভেচ্ছা হিমু ভাই। এটি সচলায়তনে আমার প্রথম পোস্ট। পোস্ট করার সময় যখন ছবি চাইছিলো, ভেবেছিলাম সম্ভবত এ্যাকাউন্ট-প্রোফাইলের জন্য ছবি দিতে হচ্ছে - তাই দিয়েছিলাম। বুঝিনি এটি এভাবে কবিতার শরীর জুড়ে চলে আসবে। আমি খুবই দু:খিত এবং লজ্জিত গড়বড়টা করে ফেলার জন্যে। ক্ষমা চাচ্ছি। মডারেটর ভাই কি দয়া করে ছবিগুলো মুছে ফেলতে সাহায্য করবেন? অগ্রিম ধন্যবাদ।

হিমু এর ছবি

আপনার কবিতাটা ভালো লেগেছে, শুধু গুচ্ছ গুচ্ছ ধানের জায়গায় একটু ঠেকে গেলাম। চলুক।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ হিমু'দা ।

রোমেল চৌধুরী এর ছবি

অসাধারণ লিখেছেন সুমন,
দিনের শুরুতেই একদল সবুজ বাতাসের মতো আপনার কবিতার পংক্তিগুলো মনটাকে ফুরফুরে নিরাময় করে দিলো। মনকাড়া ছন্দ, অন্ত্যঃমিলের কুশলী ব্যবহার, রূপকের চমক লাগানো হীরকদ্যুতি, ইন্দ্রিয়ানুভূতির গভীর ও মধুর অনুরণন, গীতিময়তা, অভুতপূর্ব ও মনোগ্রাহী রূপকল্প নির্মাণ, সব মিলিয়ে নান্দনিকতার অনুপম বোধে সমুজ্জ্বল। এমন চমৎকার কবিতা প্রায়শঃই পড়ার সুযোগ করে দেবেন আশাকরি। মনে পড়ে, বুদ্ধদেব বসুর প্রেমিকার সাথে মুখোমুখি বসে কবিতা পড়ার সেই কবিতাটি। হায়, 'ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হলো ট্রয়'।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

অশেষ ধন্যবাদ রোমেল চৌধুরী, আপনার মতো অনবদ্য ছন্দকুশলী কবির ভালো লেগেছে জেনে ভরসা পেলাম। প্রয়াস চালিয়ে যাবো ছন্দ-অন্ত্যঃমিল-চিত্রকল্পের প্রতি বিশ্বস্ত থাকার। শুভেচ্ছা জানবেন।

অতিথি লেখক এর ছবি

বেশ ভাল লাগলো। চলতে থাকুক।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ অনন্ত আত্মা ।

রোমেল চৌধুরী এর ছবি

নিতান্তই একটি ক্ষুদ্র বিষয়,
সোনাঝরা>সোনা ঝরা, রৌদ্রঝড়>রৌদ্র-ঝড়, রঙধনুমাঝে>রঙধনু মাঝে, অষ্টমরঙ>অষ্টম রঙ, বন্যবাতাসে>বন্য বাতাসে, গীতিভারাতুর>গীতি ভারাতুর
পৃথক শব্দ হিসেবে লিখলে শোভা বেড়ে যায়, মাত্রাগুলোও পরিস্ফুট হয় বেশ।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

আবারো ধন্যবাদ রোমেল চৌধুরী আপনার পরামর্শের জন্যে। এই বিষয়ে লক্ষ্য রাখবো ভবিষ্যতে। হাসি

- সুমন তুরহান

অতিথি লেখক এর ছবি

চমৎকার!!!!!!!! চলুক

অতীত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ অতীত।

-- সুমন তুরহান

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।