কোন এক প্রতিষ্ঠান প্রধানের কাছে গরীব বাবার খোলা চিঠি

আচার্য এর ছবি
লিখেছেন আচার্য [অতিথি] (তারিখ: শনি, ২১/০৭/২০১২ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

ও হেড স্যার! আমার আশার হইতাছে কী গতি?
আমার পোলার পড়া লেখার করেন যে ক্যান ক্ষতি!
পাঠাইছিলাম পড়তে তারে হইতে মানুষ বড়
সেদিন জিগাই, এখন অ বাপ, মিছিলটা ক্যান কর?
আপনার কাজকর্মে না কি সক্কলে বিরক্ত
আপনে সরেন, চেয়ার ছাড়েন এই বেলা, এই অক্ত।
আর সব স্যার চইল্যা যাবে যদি না যান আপনে,
যার ইশারায় চলেন বলেন সে আপনের বাপ নে?
ভাড়া কইরা টিচার আইনা ক্লাশ চালাবেন কইলেন!
ছাত্ররা সব ক্লাশ না গেলে কী করবেন বইলেন?
শুনছি না কি বেচতে পারেন আপনে যদি চান
প্রতিষ্ঠানের সবটা; এমন ক্ষেমতা কোথায় পান?
বাপের দিনের তালুক যেন শুইন্যা মনে হয় যে,
কান দুইখান খুইল্যা শুনেন আমি কী কী কই যে-
রক্ত পানি কইরা যোগাই পড়ার খরচ পোলার,
পুকুর ভরা মাছ নাই স্যার, ধান নাই স্যার গোলার!
শিক্ষা নিয়া ছিনিমিনি বাদ দেন না, দোহাই!
গোঁয়ার্তুমির খাণিক কুফল আমরা যদি পোহাই
কয়া দিছি, ঝোলার বীচি ধরমু জোরে চাইপ্যা
বলদ হইয়া পাইবেন না কূল রাস্তাগুলান মাইপ্যা!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

গুল্লি গুল্লি গুল্লি

সব বুয়েটিয়ানদের একেবারে মনের কথাগুলো ছন্দে ছন্দে বলে দিলেন চলুক

হিল্লোল

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
সমস্যার শীঘ্র সমাধান হোক তা-ই চাওয়া।
আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

ছড়া পুরাই কোপস।।।

কিন্তু, আইজকা যা শুনলাম, তাতে তো পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে বলে মনে হয় না। মন খারাপ

আর, এই বিষয়টা নিয়ে সচলে এবার কোনো বিস্তারিত পোস্টও দেখলাম না।।।

--বাংলামায়ের ছেলে

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ।
শীঘ্রই অচলাবস্থার অবসান হোক।
-আচার্য
acharjee

মৃত্যুময় ঈষৎ এর ছবি

সরকার অদ্ভুত কারণে মনে করতেছে যে তারা বেকায়দায় পড়ে যাবে যদি নিজেদের দেওয়া ভিসি-প্রোভিসি বদলায়। সামনে নির্বাচন, বিরোধী দল এটাকে ইস্যু বানাতে পারে এইসব বালছাল প্রধানমন্ত্রী কে কেউ মনে হয় বোঝাচ্ছে। তাই কালক্ষেপণ হচ্ছে। তারা এটা বুঝতেছে না যে না পাল্টালে যখন সকল শিক্ষক পদত্যাগ করবেন সেটা সরকারের জন্য কতটা খারাপ হবে! শিক্ষামন্ত্রী আবোল তাবোল বকতেছে। আর নজ্রুল এর তো বোধাক্কেল ৬ মাস ধরেই নাই, বিশ্ব বেহায়অর কথা আর কী বলবো!

সুস্পষ্টতঃ ভিসি-প্রোভিসির পদত্যাগ ব্যতীত আর কোন সমাধান ছাত্র-শিক্ষকদের কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং টালবাহানা না করে নিজেদের ভাবমূর্তি অল্প বিস্তর অক্ষুন্ন রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত নিন এবং বাস্তবায়ন করুন।


_____________________
Give Her Freedom!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পড়ার জন্য এবং চমৎকার মন্তব্যের জন্য।
আমাদের সবার একমাত্র চাওয়া দ্রুত সরকারের শুভ বুদ্ধির উদয় হোক এবং অচলাবস্থার অবসান হোক।
-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

খাঁটি কথা। - অয়ন

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।
ভাল থাকুন সবসময়।
-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

-আচার্য

niru_ban@yahoo.com
acharjee

আশরাফুল কবীর এর ছবি

বাঘের বাচ্চা

অতিথি লেখক এর ছবি

হাসি হাসি

-আচার্য
acharjee

মেঘা এর ছবি

উত্তম জাঝা!

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ পাঠ এবং মন্তব্যের জন্য।
ভাল থাকুন সবসময়।
-আচার্য
acharjee

আইলসা এর ছবি

উত্তম জাঝা! গুল্লি

অতিথি লেখক এর ছবি

পাঠ এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানুন।
ভাল থাকুন সবসময়।
-আচার্য
acharjee

কাজি মামুন   এর ছবি

ছড়াটা সাংঘাতিক হইছে! একজন পিতার অনুভূতি বিশ্বাসযোগ্যভাবেই ফুইটা উঠছে!

আপনে সরেন, চেয়ার ছাড়েন, এই বেলা এই অক্ত

এই ভিসির দূর্নীতির ব্যাপারে আমার কোন সন্দেহ নাই; তবে প্রশ্ন হইল, ইনারে সরানোর পর আরও বড় দূর্নীতিবাজ চেয়ার দখল করবো নাতো? বুয়েট সেইক্ষেত্রে খালি আন্দোলনই কইরা যাইব? বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আমার একান্ত অনুরোধ, তারা যেন ব্যক্তির সাথে সাথে সিস্টেম পরিবর্তনের জন্যও আন্দোলন করেন, নইলে দুইদিন পরপরই আন্দোলন করতে হইব, আর শিক্ষার্থীদের জীবন থেকে অনেক মূল্যবান সময় ঝইরা যাইব!

অতিথি লেখক এর ছবি

সব সংকটের অবসান হোক। শিক্ষাঙ্গন হোক সংকটমুক্ত।
-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

ঝোলার বিচি কিন্তু শক্ত কইরা চাইপ্যা ধরুন লাগবো। হেড স্যার এর সব জোর কিন্তু ওইখানেই।
লেখায় হাততালি
আশা করি অতি শীঘ্রই বুয়েটের এই অচল অবস্থার অবসান ঘটবে। এইসব কারণে বুয়েটের নাম পত্রিকায় দেখতে একদমই ভাল লাগে না।

- ওয়াহিদ

অতিথি লেখক এর ছবি

শীঘ্রই বুয়েটের এই অচল অবস্থার অবসান ঘটুক।

-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

স্যাটায়ার দুর্দান্ত লাগল।নিজে বুয়েটের ছাত্র না হলেও বুয়েট নিয়ে বাজে কিছু একটুও ভাল লাগেনা।বুয়েট নিজগুণেই সচল থাকুক।

সুবর্ণনন্দিনী

অতিথি লেখক এর ছবি

সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই নিজ গুণে সচল থাকুক। এমন অবস্থা কখনও কাম্য নয়।

-আচার্য
acharjee

rabbani এর ছবি

সব ঠিক আছে, তবে খালি বিশ্বকাপ আসলে, পক্ষ বদল হ্য়, এই যা। তখন নিজের পুলা মাইয়ারেও একই কথা জিগ্যেস করতে হবে।

অতিথি লেখক এর ছবি

অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

কয়া দিছি, ঝোলার বীচি ধরমু জোরে চাইপ্যা

গড়াগড়ি দিয়া হাসি

খাঁটি কইছেন, দাদা চলুক

- ক্রান্তিবৃত্ত

অতিথি লেখক এর ছবি

অচলাবস্থার অবসান হোক।

-আচার্য
acharjee

কড়িকাঠুরে এর ছবি

পুরাই কোপাকুপি হইছে...

অতিথি লেখক এর ছবি

দারুন লিখেছেন, চালিয়ে ‌যান।

অতিথি লেখক এর ছবি

উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

আমার বাপ রংপুরিয়া(অংপুরিয়া!!!) কয়।ছড়াটা রংপুরিয়া ভাষায় হইলে আমি সিরিয়াসলি ভাবতাম আমার বাপ বেনামে লিখছে চোখ টিপি

গুরু গুরু গুরু গুরু

পার্থসারথি

অতিথি লেখক এর ছবি

বাবার মনের কথাটা এই ভাইয়েই না হয় লিখে ফেললাম আর কী!

-আচার্য
acharjee

অতিথি লেখক এর ছবি

কয়দিন আগেও বাপ যেইখানে সেইখানে কারনে অকারনে গিয়া বইলা বসত "আমার পুলা বুয়েটে পড়ে",(এত্ত বেশি বুয়েট বুয়েট করত) আমি আর আমার মা য় লজ্জা পাইতাম।
মা য় সেইদিন ফোন কইরা কইল বাপ নাকি আজকাল সপ্তাহে একবারও বুয়েট শব্দটা উচ্চারন করেনা।
কয়দিন ধইরা ভাবতাসি ভিসি রে থ্যাঙ্কু দিম নাকি!!!(কি কন???)

আর acharjee ভাই গুরু গুরু গুরু গুরু

কাক্কেশ্বর কুচকুচে

অতিথি লেখক এর ছবি

একজনের কুকীর্তির ফল অন্য দশজন ভোগ করবে কেন? এটা কোন নিয়ম হতে পারে না!

-আচার্য
acharjee

বন্দনা এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

-আচার্য
acharjee

রাগিব এর ছবি

আমার বাবাও এক সময়ে আমাকে বুয়েটে পাঠিয়েছিলেন। একটি পরীক্ষাতেও ফেল না করে ৬ বছর পরে বের হতে পেরেছি। (৩জন ভিসিও পেয়েছি, দুই রাজনৈতিক আমলে)। ৪ বছরের কোর্স কেনো টিচারেরা বা কর্তৃপক্ষ ৬ বছর লাগায়, তাদের এই অকর্মন্যতার প্রশ্নটা আমার বাবাও করেছিলেন। এবং এখনো করেন। আপনারা যারা এখন ছাত্র আছেন, পাস করার পরে আপনাদের বাবা মায়েরাও একই প্রশ্ন করবেন। কাল্পনিক কবিতাটার চাইতে বাস্তবের কষাঘাতটা তখন আরো ভালো করে বুঝবেন।

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।