চিরহরিত্@জিমেইল.কম
বাংলাদেশের বৃহত্ মোবাইল কোম্পানীর একটি হলো ওয়ারিদ । বাংলাদেশে এসেই তাদের প্রথম উদ্দোগ বা দখলদারিত্ব যাই বলা হোক সেটা ছিল গুলশানবাসী তথা ঢাকাবাসীর দির্ঘদিনের প্রত্যাশা গুলশান লেকের সংস্কার করা। সেই অযুহাতে ওয়ারিদ বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে দেয়, আজ দির্ঘ সাত থেকে আটমাস পরে সংস্কারের যে চেহারা আমরা দেখলাম, তাতে পাঠক মাত্রই বুঝতে পারছেন সত্যিই কত দায়িত্বশীল এইসব বিদেশী ব্যবসায়ী। যারা ইতিমধ্যে মাত্র ৭০ দিনে এক মিলিয়ন গ্রাহক (সূত্র : ওয়ারিদ সাইট) সংগ্রহ করে, তাদের জন্য গুলশান লেকের মত একটা কাজ শেষ করতে কতদিন লাগবে??
মন্তব্য
দেশিয় সংস্কৃতি বলে কথা...... আমরা বঙ্গালীরা যেমন বিদেশে গিয়ে তাদের মতন হতে চাই, তেমনি বিদেশীরাও আমাদের দেশে এসে আমাদের টা গ্রহন করলে দোষ কি? এতে সংস্কৃতির প্রসার ঘটে.........!!!