মানুষের মাঝে ঘুরলাম আমিু

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/১০/২০০৯ - ৫:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:
মানুষের মাঝে ঘুরলাম আমিু

মানুষের মাঝে ঘুরলাম আমি
খুঁজলাম আমার আস্তানা।
আমায় কেউ দিলো ভালোবাসা
আর কেউ দিলো ঘৃণা।।

হিন্দু মুসলিম জাতের বিভেদ
আমি এসব মানি না।
আমার কাছে মানুষ সবাই
মানুষ আমার বন্দনা।।

মানুষ খুঁজি মানুষ ভজি
মানুষ করি সাধনা।
মানুষ পাইলে বানাই আমি
আমার সুখের আস্তানা।।

গানে গানে ভুবনটারে
সাজাই আমি সখিনা।
গানে গানে খুঁজে নিও
সৈয়দ মবনুর ঠিকানা।।


মন্তব্য