তুষার লাল সাহা।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৬/১২/২০০৯ - ৮:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:
তুষার লাল সাহা।

নিঃসঙগতা অতপর
তুষার লাল সাহা

আমি আজ ভালবাসাহীন নিঃসঙগ পথের যাত্রী
চেয়ে দেখ অই সপ্ন তারার মাঝে সুখ নেই
তবুও যে সুখ খুজি।
দেওয়ালের ঘড়ি আজ কথা বলেনা
মরে গেছে অনেক দিন হল,
তাকে জাগানোর সাধ যে আজ ফুরিয়া গেল।
আমি নিরচুপ তার পানে চেয়ে আজ
হতবাক,
জিবনের টানে জীবন কে জাগাই
তবুও নিঃচল সারারাত।
শুখ খুজি নিরসঙ্গঙ রাতের সপ্ন তারার মত
পথ খুজি পথ হারা ক্লান্ত পথিকের মত
হাতরে মরি শুধু অন্ধকারের মাঝে
খুজে খুজে ক্লান্ত হই অই সাঝের বেলার মায়ার হাটে

Email:tushar.nsec@gmail.com


মন্তব্য