বিল মার

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৭/১০/২০০৮ - ৫:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto বিল মার এর বিশদ পরিচয় জেনে নিতে পারেন উইকিপিডিয়া থেকে। আমি তাকে চিনি এইচবিও-র জনপ্রিয় পলিটিক্যাল টক শো "রিয়্যাল টাইম" দেখার সূত্রে।

বিল মার রিপাবলিকানবিরোধী শিবিরের লোক। বুশ প্রশাসন এবং সম্প্রতি জন ম্যাকেইন-সারা প্যালিন জুটিকে গত কয়েকবছর ধরে নির্মমভাবে পঁচিয়ে আসছেন মার। তবে ডেমোক্র্যাটরাও তাঁর বিদ্রুপের হাত থেকে রেহাই পাচ্ছে, এমনটা বলা যাবে না।

মার সংঘবদ্ধ ধর্মচক্রের কঠোর বিরোধী, একই সাথে গাঁজা ও সমকামী বিবাহকে আইনী স্বীকৃতি প্রদানের পক্ষে তিনি। তার স্ট্যান্ড-আপ কমেডি এবং তার পলিটিক্যাল টক শোগুলোতে এই বিষয়গুলি উঠে আসে ঘনঘন। পলিটিক্যালি ইনকারেক্ট নামে আরেকটি টক শো তিনি উপস্থাপনা করতেন, ইউটিউবের কল্যাণে সেগুলিরও কয়েকটি পর্ব দেখলাম।

কিন্তু রিয়্যাল টাইমের শেষাংশটি দুর্ধর্ষ। "নিউ রুলস" বলে একটি সমাপনী অংশ সেখানে মার পরিবেশন করেন, যেখানে বিভিন্ন ইস্যুতে ছোট্ট অথচ তীক্ষ্ম পর্যবেক্ষণ থাকে, মোক্ষম কিছু পাঞ্চ লাইনসহ। মূল অনুষ্ঠানে অতিথিদের রাজনৈতিক বিতর্ক এমন আহামরি কিছু নয়, কিন্তু মার এর শুরুর মুখরা আর শেষের লহরা রীতিমতো উপভোগ্য।

তবে মার্কিনি ধারা অনুযায়ীই হয়তো, মার বেশ খানিকটা ভালগার। তবে তার উপস্থাপনার গুণে সেই অমার্জিত কৌতুকগুলিও হাসিয়ে মারে (অন্তত আমাকে)।

ইউটিউবে নিউ রুলস এর অনেকগুলি পর্ব পাওয়া যাবে। আমি গত তিন তারিখে প্রচারিত রিয়্যাল টাইমের শুরু ও শেষের অংশ (নিউ রুলস) তুলে দিচ্ছি সচলের পাঠকদের জন্যে। রসাস্বাদনের জন্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সাম্প্রতিক নির্বাচনী প্রচারণা সম্পর্কে সামান্য ধারণা থাকলেই চলবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আমার আগ্রহ খুব একটা নেই, তবে কমেডি নিয়ে আছে। তাই ভোটের আগ পর্যন্ত আরো কিছু হাসির খোরাক সচলদের সাথে শেয়ার করতে চাই।


মন্তব্য

সুবিনয় মুস্তফী এর ছবি

বিল মার দারুন তবে তার থেকেও হাসির বোধ হয় জন স্টুয়ার্ট আর তার প্রাক্তন ডেইলি শো প্রতিনিধি, বর্তমানে নিজের শো পাওয়া স্টিভেন কোলবেয়ার।

স্টুয়ার্টের ক্লিপ্স - (গত সপ্তাহেই মার স্টুয়ার্ট-কে একটা লম্বা ইন্টারভিউ দিয়েছেন)
http://www.thedailyshow.com/video/videos.jhtml

কোলবেয়ার "রেপোর" - এঞ্জয়!
http://www.colbertnation.com/video

-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

হিমু এর ছবি

স্টুয়ার্ট আর কোলবেয়ার, দুইজনই অনেক কাতুকুতু দিয়ে লোক হাসায়। মার এর ধার আর ভার দুইটাই আছে। আর ডেলিভারি দেয়ার ভঙ্গিটাও অনেক তীক্ষ্ণ।

আমি ভাবছিলাম সচলে মার এর এই নিউ রুলসের মতো কোন কিছু অনিয়মিতভাবে দেয়া যায় কি না।


হাঁটুপানির জলদস্যু

মূলত পাঠক এর ছবি

আমারও তাই মত, এই দুজনের ব্যাপারে। জন স্টুয়ার্ট একবার অস্কারের অ্যাঙ্করও ছিলেন, সেটাও তেমন জমে নি। তবে সবই ব্যক্তিগত মতের ব্যাপার।

রণদীপম বসু এর ছবি

সারা পলিন যে হঠাৎ করে ওবামার বিরুদ্ধে জঙ্গিবাদী গ্রুপের সদস্যের সাথে সম্পর্ক থাকার বিষয়টিকে নির্বাচনী চালে যুক্ত করলেন, এ ব্যাপারে এমেরিকানদের প্রতিক্রিয়া কী ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

বাংলাদেশে যখন বিদেশি স্যাটেলাইট চ্যানেল ঢুকলো তখন মুগ্ধ হয়ে দেখতাম লেটারম্যানের কায়-কারবার।

তবে বিল মার দেখলাম হিমুর কল্যাণে। ভীষণ পছন্দ হলো। উইটি। এরকম ইণ্টেলেকচুয়াল কমেডির তো কোনো তুলনা নাই।

ধন্যবাদ হিমু।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

হিমু এর ছবি

টাটকা পর্বে বিবর্তনবাদবিরোধীদের পঁচিয়ে শেষ করে ছেড়েছে মার।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজার। রাস লিম্বঅ ছাগলটার কর্মকান্ড ফলো করো নাকি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।