উসকানি দিবি না: কোপা শামসু

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০১/০২/২০১৬ - ৩:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শোন রে লেখক-প্রকাশক, তোরা প্রকৃত বুদ্ধিজীবী না
বই লিখে কেউ শামসু ভাইরে কোনো উসকানি দিবি না
লেজ না নাড়িয়া যে কুকুর বলে "ঘেউ", তারে ধরে মুগুরে
উসকানি খাতে ঠ্যাঙায়ে সটান করিবে শামসু হুগুরে
শামসুর কথা না মানিলে জাতি মেলায় তোদেরে পাবে না
লুসকানি যদি হয় কিছু, হোক, উসকানি হওয়া যাবে না।


মন্তব্য

দেবদ্যুতি এর ছবি

দারুণ! উসকানিটা বড্ড সস্তা জিনিস, যেখানে সেখানে লেগে যায়...

...............................................................
“আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস”

এক লহমা এর ছবি

হ।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

শব্দ করে পড়তে গিয়ে দেখলাম প্রথম দুই লাইনের পর একবার ছন্দে পরিবর্তন আসছে আর শেষের দুই লাইনে একটু আটকে যাচ্ছি। পরে কখনো এটা ঘষামাজার কথা ভাবলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন।

ঝিঁ ঝিঁ পোকা এর ছবি

হুম....

সুবোধ অবোধ এর ছবি
ঈয়াসীন এর ছবি

চলুক

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হুমম মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

অতিথি লেখক এর ছবি

চলুক

সোহেল ইমাম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।