অশোক

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৫:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

অশোক ফুলের বৈজ্ঞানিক নাম Saraca asoca বা Saraca indica। এটি হলদে-কমলা বর্ণের গুচ্ছে ফোটা ফুল যা পরবর্তীতে লাল বর্ণ ধারণ করে। গাছ চিরহরিৎ, মাঝারি আকৃতির। ফুল গাছের কান্ড থেকেও ফোটে। ফুলের আকৃতি ক্ষুদ্র, মৃদু গন্ধযুক্ত। অশোক ফোটে বসন্তকালে।

রবীন্দ্রনাথ কবিতায় লিখেছিলেন, পুরাকালে নাকি অশোকবৃক্ষে নারীর চরণস্পর্শে ফুল জেগে উঠতো। সিদ্ধার্থ লুম্বিনীর এক অশোকতরুর নিচে জন্মেছিলেন। অশোক গাছ হিমালয়ের পাদদেশবর্তী অঞ্চলে লভ্য। বলধা গার্ডেনের সংরক্ষিত অংশটিতে (সাইকি) একটি অশোক গাছ আছে।

auto

ব্যবহৃত ছবিদু'টি উইকপিডিয়া ভুক্তি থেকে সংগৃহীত। কাজেই পুষ্পকোষ প্রকল্পের আলোকচিত্রীদের প্রাথমিক কর্তব্য, অশোকের চমৎকার তিনটি ছবি তুলে ফ্লিকারে আপলোড করে মন্তব্যে এমবেড করা। তিনটি ছবি হতে হবে এমনঃ

১. ক্লোজ আপ
২. পাতাসহ ফুল
৩. দূর থেকে ফুলসহ ফুলের গাছের ছবি।


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ফটুরেদের সুবিধার জন্য বলি-- বোটানিক গার্ডেনের মূল ফটক দিয়ে ঢুকলে দ্বিতীয় ফটক পার হয়ে একটু এগুলেই হাতের বাঁ দিকে কয়েকটা অশোক (সেখানে বলা আছে রাজ অশোক) গাছ আছে। ছবি তোলার জন্য হয়তো একটু বড় লেন্স লাগতে পারে কারণ গাছটি বৃহৎ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।