কল্কে

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০২/০৫/২০০৯ - ৬:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto

কল্কে ফুলের বৈজ্ঞানিক নাম Thevetia Peruviana। এটি করবী ফুলের নিকটাত্মীয় (Apocynaceae পরিবারের)। কল্কে ফুলের মূল নিবাস মধ্য ও দক্ষিণামেরিকা। ফরাসী পাদ্রী ও অভিযাত্রী আঁদ্রে দ্য থেভে-র নামানুসারে ফুলটির গণ এবং প্রাপ্তিস্থল পেরুর নামানুসারে এর প্রজাতির নামকরণ সম্পন্ন হয়েছে।

কল্কে ফুলের গাছ তিন থেকে পাঁচ মিটার উচ্চতার হয়। এর পাতা সরু ও লিনিয়ার। গাছের গুঁড়ি যথেষ্ঠ মোটা হয়।

কল্কে ফুলের সাথে সাদৃশ্যপূর্ণ আরেকটি ফুলের গণ হচ্ছে আলামান্দা বা বাটারকাপ। তবে এদের পাতা ছোট ও উপবৃত্তাকার। আলামান্দার বাংলা সংস্করণ জেনে আলাদা পাতায় যোগ করা হবে।

ব্যবহৃত ছবিটি উইকপিডিয়া ভুক্তি থেকে সংগৃহীত। কাজেই পুষ্পকোষ প্রকল্পের আলোকচিত্রীদের প্রাথমিক কর্তব্য, কল্কের চমৎকার তিনটি ছবি তুলে ফ্লিকারে আপলোড করে মন্তব্যে এমবেড করা। তিনটি ছবি হতে হবে এমনঃ

১. ক্লোজ আপ
২. পাতাসহ ফুল
৩. দূর থেকে ফুলসহ ফুলের গাছের ছবি।


মন্তব্য

এনকিদু এর ছবি

এর পাতা সরু ও লিনিয়ার।

লিনিয়ার এর বাংলা "রৈখিক" বা "সরল রৈখিক" হলে মনে হয় ভাল শোনাবে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।