সরকারী সিদ্ধান্তে প্রযুক্তিহনন

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ০৮/১২/২০০৯ - ৭:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:


সরকারের কর্তাব্যক্তিরা প্রায়শ এমন সব সিদ্ধান্ত নিয়ে থাকেন, যা শেষ বিচারে নাগরিকের জীবনযাত্রা দুর্বিষহ করে তোলে, দেশের অর্থনৈতিক কার্যকলাপকে সহজতর করে তোলার পরিবর্তে আরো জটিল ও ব্যয়সাপেক্ষ করে তোলে, কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিযোগী দেশগুলি থেকে নিজের দেশকে পিছিয়ে দেয়।

এই ব-eটি খোলা হয়েছে সেইসব কার্যকলাপ সম্পর্কে একটি ধারাবাহিক আলেখ্য সংকলনের উদ্দেশ্যে। মূলত বাংলাদেশের কথাই এখানে আলোচিত হবে, কিন্তু তুলনার স্বার্থে পৃথিবীর যে কোনো দেশেই এমন কার্যকলাপের কথা এই ব-eতে স্থান পেতে পারে।

যা কাম্য, প্রযুক্তি বিষয়ে সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত, এর পেছনে যাঁরা থাকেন তাঁদের পরিচয়, বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর কথা, সিদ্ধান্তটির আগে ও পরে পরিস্থিতির তুলনামূলক বিচার এবং সে বিষয়ে সম্ভব হলে বিশেষজ্ঞদের মত। পাশাপাশি সিদ্ধান্তটিতে কী পরিবর্তন আনা হলে তা বৃহত্তর কল্যাণ বয়ে আনতে পারে বা পারতো, সে নিয়েও লেখকের মনোযোগ কাম্য।

সকল সচলের অংশগ্রহণ কামনা করা হচ্ছে। ধন্যবাদ।


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

দারুন আয়েজন চলুক
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।