দিনলিপি : প্যানগ্রাম, গিমিছড়া, আড্ডা, মাছমেলা

জিকো এর ছবি
লিখেছেন জিকো (তারিখ: মঙ্গল, ২৪/০৭/২০০৭ - ৩:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১.
বাংলায় প্যানগ্রাম তৈরি করার চেষ্টা করছি। প্যানগ্রাম হলো বর্ণমালার সব হরফ অন্তত একবার থাকে, এমন বাক্য। ইংরেজিতে যেমন : The quick brown fox jumps over the lazy dog.

কিবোর্ডে টাইপ করে দেখুন নিচের বাক্যটি, আঙুলের সাথে মোলাকাত হয়ে যাবে সব বর্ণের।

বর্ষামুখর দিন শেষে, ঊর্দ্ধপানে চেয়ে যখন আষাঢ়ে গল্প শোনাতে বসে ওসমান ভুঁইঞা, ঈষান কোণে তখন অন্ধকার মেঘের আড়ম্বর, সবুজে ঋদ্ধ বনভূমির নির্জনতা চিরে থেকে থেকে ঐরাবতের ডাক, মাটির উপর শুকনো পাতা ঝরে পড়ে ঔদাসীন্যে, এবং তারই ফাঁকে জমে থাকা ঢের পুরোনো গভীর দুঃখ হঠাৎ যেন বৃষ্টিতে ধুয়ে মুছে ধূসর জীবনে রঙধনু এনে দেয়।

এখনকার ডিজুস-চ্যাংড়াদের মুখের বুলি দিয়ে প্যানগ্রাম বানাতে পারলে বেশ হতো!(বিস্তারিত ব্লগস্পটে)

২. সমসাময়িক গিমিছড়া

লেগে গেছে ট্যাগ অধার্মিকের
শামসুল হক আটক শিকের
ভেতরে একাত্তুর তোলপাড়
ব্লগের লেখায় উত্তম জা‌‌‌‌‍ঝা
কলকবজায় পোস্টার্নমড
শব্দমালার মারছি পাছা
(নাউজুবিল্লাহ)

৩.
সম্প্রতি, সপ্তাহের ঘ্রাণ যায়নি এখনও, জনাকয় ব্লগার মেতেছিলাম আড্ডায়। ছিলেন কারুবাসনা, শ্যাজা, ভাস্কর, মৌসুম, কৌশিক, আরিফ জেবতিক, আয়েশা আখতার, শাপলু, হাসান বিপুল আর আমি। ফেরার আগে দেখা ব্রাত্য রাইসুর, অনেকদিন পর, আগের ভূষায়; ইমেইলে সফটওয়্যার পাঠানোর কথা একটা, পাঠাননি।

৪.
টুশকি এখন সুস্থ। পুরোপুরি। মন ভালো আমার। বাড়তি কারণ, মিয়ানমার থেকে গ্যাস (লাফিঙ্গ্যাস?) আমদানি করতে ছটফটাচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীগণ; অথবা মাছের মেলা শুরু হয়ে গ্যাছে শিল্পকলায় যেহেতু আল্লাহর রহমতের গোপন কথা জেনে গেছে অ্যাডকম।

যাযাকুল্লাহ খায়ের, হায়!

- ইশতিয়াক জিকো / ২৪ জুলাই ২০০৭


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

উত্তম
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অমিত এর ছবি

আল্লাহর রহমতের গোপন কথা জেনে গেছে অ্যাডকম।
- চরম।
______ ____________________
suspended animation...

হিমু এর ছবি

মিলে গেছে! তাই তো বলি!

সেদিন কার সাথে যেন ত্যানা প্যাঁচাচ্ছিলুম, ত্যানা প্যাঁচাতে ভালোই লাগে, দৈনিক এক লং টন করে প্যাঁচাবো ভাবছি, হঠাৎ ছলোছলো চোখে জনৈক ঈশ্বর এসে হাজির। আমরা তো হাঁ হাঁ করে উঠলাম, নামধামপরিচয় শুধানোর আগেই তিনি আঙুল বাড়িয়ে প্যাঁচন্ত ত্যানা দ্যাখালেন। বললেন, আমাকেও দাও না একটুখানি!

আমি বললাম, ওসব হবে না। তুমি ত্যানা প্যাঁচানোর কে হে?

প্রতিপক্ষের তার্কিক বললেন, ক্যানো? ত্যানা প্যাঁচাবে কেন?

ঈশ্বরটি তখন হাতের উল্টোপিঠে চোখ মুছে প্যান্ট খুলে তাঁর গাঁড়স্থান দ্যাখালেন। বেশ ছারেখার অবস্থা।

আমরা কিছুই বুঝলাম না। ঈশ্বর তখন বললেন, জিকোর কাজ। শব্দমালা দিয়ে পাছা মেরে গেছে।

আমি নির্বাক হয়ে তাঁর হাতে ত্যানার রোল ধরিয়ে দিলাম। তিনি আনমনে প্যাঁচাতে লাগলেন, আর ঠেসে ঠেসে দিতে লাগলেন আহত অকুস্থলে। গুনগুন করে কী যেন বলছেন শুনলাম। কান পেতে শুনি, ওরে নবীন ওরে আমার কাঁচা, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।

প্রতিপক্ষের তার্কিক বললেন, দু'দিন পর হেঁপোটাইটিস হয়ে এমনিতেই মরতো, খামাকা পাছা মেরে আবার ঠেলে তোলা।


হাঁটুপানির জলদস্যু

অরূপ এর ছবি

জিকোকে দূর থেকে জাঝা
হিমুকেও জাঝা, কাছে না গিয়েই

সিনাই পর্বত না, ব্রোকব্যাক মাউন্টেনে যতো কার্বার
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ওয়াও!
কাকে বল্লাম, হিমুকে না জিকোকে?
কে জানে?
আমি অন্তত: জানি না।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

তারেক এর ছবি

প্যানগ্রামটা জটিল হইছে। জাঝা।
হিমু ভাইরেও উত্তম জাঝা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

??? এর ছবি

জাঝা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।