গিমিলাপ : অবু টিলো আলাবু ভোকাট্টা

জিকো এর ছবি
লিখেছেন জিকো (তারিখ: সোম, ১৩/০৮/২০০৭ - ২:২৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবু | বড়াই
কাজে মগ্ন তুমি, বলবে দূর হ, অথবা জাহান নাম, আমি এক ঘুরান, এসে বলবো, কী বলবো, ধরা যাক লোডশেডিং, অমনি ডিসি খাবো, ইয়াহু থেকে, আর মশা খাবে আমাকে, যেহেতু ডিনার টাইম, খেয়েদেয়ে মনিটরের লেখাগুলো একশো, তা কেন, একশো বিশ পারসেন্ট বড় হবে।

টিলো | ক্যালকুলাশা
যত ছোট হোক এপসিলন
ঠিক মিলে যাবে ডেলটা

আলাবু | পরোটাভাজা
তোমরা খাচ্ছো ঠাণ্ডা কোলা
থাকছে বাকি কাপড় খোলা
আমরা হালায় সাধু সাজি
শা'বাগ মোড়ে পরোটা ভাজি

ভোকাট্টা | অনুমানবাক্য
দাড়ি রাখা সুন্নত।
ডারউইন দাড়ি রাখেন।
ডারউইন সুন্নত পালন করেন।

__________________________
- ইশতিয়াক জিকো / ১৩ আগস্ট ২০০৭, ঢাকা


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

দেঁতো হাসি
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

সুজন চৌধুরী এর ছবি

মজার।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

সৌরভ এর ছবি

টেকনো আধুনিক।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

জিফরান খালেদ এর ছবি

সু-জটিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।