আজ তুমি আসবে বলে

ইরতেজা এর ছবি
লিখেছেন ইরতেজা (তারিখ: বুধ, ৩০/০৪/২০০৮ - ১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ তুমি আসবে বলে,
টলটলে নীল আকাশটা ভরে গেছে সাদা মেঘে।
আজ তুমি আসবে বলে,
আগুন লেগেছে প্রিয় চট্টলার সবকটা কৃষ্ণচুড়ায়।

আজ তুমি আসবে বলে,
অসহ্য লাগছে না লোড-শেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
মন্দ লাগছে না বন্দর নগরীর গা চিটচিটে অতীষ্ঠ গরম,
হাজারো মানুষের ভিড়ে তীব্র যানজট,
রাস্তার পাশের ময়লা ডাস্টবিনের উপরের
বাদামী ঘাড়ের দাঁড় কাকের কর্কশ ডাকও আজ কি মধুর।

আজ তুমি আসবে বলে,
সকাল থেকেই গুনগুন করছি অর্নবের নতুন গান।
আজ তুমি আসবে বলে,
ফাল্গুনের সাজে আজ আমি সাজব।

আজ তুমি আসবে বলে,
ঈদে মামার দেওয়া নতুন কামিজটা পড়েছি।
আয়নায় দাঁড়িয়ে কপালে নীল টিপ দিয়েছি,
ঠোটে হালকা হালকা লিপস্টিক,
মেখেছি ভাবির দেওয়া বিদেশি সেন্টের সুগন্ধ।

আজ তুমি আসবে বলে,
এলোমেলো লম্বা কলো চুল পিছনে ফেলে,
সুন্দর করে বেনী করেছি।
ভাবি আমায় দেখে হেসে বলল,
‘তোকে যা সুন্দর লাগছে না
একেবারে কাজল মাধুরী।
তোকে দেখে তার মাথা খারাপ হয়ে যাবে।’
দূর, আমার যে কি লজ্জা লাগছিল,
ইস তুমি যদি একবার দেখতে।

আজ তুমি আসবে বলে,
টিউশনি করে জমানো টাকায়
মুঠো ফোনে ক্রেডিট ভরিয়েছি।

আজ তুমি আসবে বলে,
মধ্য দুপুরে ছোট্ট গলি ধরে বেরিয়ে পড়েছি।
পাড়ার বকাটে ছেলেরা শিষ্‌ দিয়েছে,
কালো টিশার্ট পড়া গুন্ডা মত সেই ছেলেটা
পেছন থেকে নোংরা ইঙ্গিত করেছে।
না দেখার ভান করে হেঁটে গেলাম,
মাথা নিচু করে নিঃশব্দে,
না, আজ আমি মন খারাপ করব না।

আজ তুমি আসবে বলে,
তোমার জন্য উপহার নিয়ে এলাম
কবির একশ একটি নীল পদ্ম।
মনের অনেক অজানা কথা বলব আজ
বলব নিজের ভাল লাগার কথা,
ভালবাসার কথা।

আজ তুমি আসবে বলে,
লাইব্রেবীর সিড়িতে বসে থাকলাম সারাটা বিকেল
অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সামনের রাস্তায়।
এই বুঝি তুমি এলে, এই এলে।
ঘড়ির কাঁটা টিকটিক করে চারটা বাজল, পাঁচটা বাজল, ছয়টা বাজল,
আমার কেন জানি খুব কান্না পাচ্ছে।
দেখতে দেখতে পুরো শহরে অন্ধকার নেমে এল,
তুমি এলে না।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

শেষটায় এসে কষ্ট দিয়ে দিলেন ইরতেজা

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

কী যে অপূর্ব লাগলো, সে কথা বলার ভাষা নেই। চোখে পানি এসে যাচ্ছিলো।

সৈয়দ আখতারুজ্জামান

ইরতেজা এর ছবি

ধন্যবাদ

_____________________________
টুইটার

অছ্যুৎ বলাই এর ছবি

দারুণ বলতে গিয়া বলতে পারা গেলো না। শেষটায় এসে কবিকে মাইর দিতে ইচ্ছা করলো!

দুর্দান্ত হয়েছে। আপনি মিয়া রেগুলার লিখেন না কেন?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অতিথি লেখক এর ছবি

রেটিং দেওয়ার ব্যবস্থা থাকলে ৫ দিতাম।
কবিতা দারুণ হইসে।

প্রথমে বুঝিনাই যে আপনি মেয়ে! দেঁতো হাসি খাইছে
মানে মেয়ে জবানি তে লিখতেছেন!!

অনেক দিন পর লেখা দিলেন। চালিয়ে যান।

----
স্পর্শ

ইরতেজা এর ছবি

স্পর্শ ভাই লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ

_____________________________
টুইটার

তারেক এর ছবি

ইরতেজা ভাই, কেমন আছেন? একদম খোঁজখবর নাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

তুমি এত ভাল কবিতাও লিখতে পার!!!
পড়ে নচিকেতার 'তুমি আসবে বলে' গানটার কথা মনে পড়ল...

রিজভী

--------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;

এহসান সামাদ  এর ছবি

তুমি আসবে বলে কবিতা লিখেছি
মনে মনে রূপকথা,
এলে না তুমি , হল না দেখা
সব হল চুপ কথা......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।