প্রতি-ইতিহাসঃ প্রথম ইরাক যুদ্ধ

ইশতিয়াক রউফ এর ছবি
লিখেছেন ইশতিয়াক রউফ (তারিখ: সোম, ২৩/০৭/২০০৭ - ৯:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছুদিন হয় রবার্ট ফিস্কের ‘দ্য গ্রেট ওয়ার ফর সিভিলাইজেশন – দ্য কঙ্কার অফ দ্য মিডল ইস্ট’ পড়ছি। পরতে পরতে জড়িয়ে আছে ঘটনাবহুল এক জীবনের বিভিন্ন বিবরণ। ১ম বিশ্বযুদ্ধের এক আহত সৈনিকের ছেলের মূল্যবোধের কথা। ২য় বিশ্বযুদ্ধের বিভীষিকার ছায়ায় গড়ে ওঠা এক বালকের বেদনার কথা। মধ্যপ্রাচ্যের তুমুল ডামাডোলের মাঝে দিনাতিপাত করা এক সাংবাদিকের অভিজ্ঞতার কথা।

প্রাথমিক পর্যায়ের অনেকটা জুরে আছে ওসামা বিন লাদেনের সাথে ফিস্কের সাক্ষাৎ ও সাক্ষাৎকার। ইতিহাস কত রহস্যময়, আর মানুষ কত অর্বাচীন, সেকথা ঘুরে-ফিরে মনে আসছে বারবার। প্রথম ইরাক যুদ্ধের কথা আমরা জানি সবাই। জর্জ বুশ সিনিয়র ইরাকে তাঁর সৈন্য পাঠিয়েছিলেন সাদ্দাম হোসেনকে কুয়েত থেকে বিতাড়িত করতে। সেই যুদ্ধে সাদ্দাম পরাজিত হন, নিজ দেশের সীমানার মধ্যে অন্তরীণ হন, আফগানিস্তানে তালেবান ছত্রচ্ছায়ায় ওসামা বিন লাদেন তাঁর সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে তোলেন, আমেরিকায় আক্রমণ হয়, আফগানিস্তান নিরস্ত হয়, ইরাক দখল ও সাদ্দামের ফাঁসি কার্যকর হয়।

আজকে পশ্চিমা বিশ্বের মাথাব্যাথা ইরাক ও আল-কায়েদার সম্ভাব্য যোগাযোগ নিয়ে। মধ্যপ্রাচ্যের ইতিহাস অন্য ভাবেও রচিত হতে পারতো। বিন লাদেন সৌদি আরব থেকে বিতাড়িত হয়ে আশ্রয় নেন সুদানে। অথচ এই সুদান ছিল তাঁর অপছন্দের তালিকার রাষ্ট্র। সাদ্দাম কুয়েত দখলের পর মুখ্য ভয় ছিল সৌদি আরব দখলের দিকে এগিয়ে যাবার। সেই সময় বিন লাদেন তার মুজাহেদিনদের নিয়ে সাদ্দামের মুখোমুখি হতে চেয়েছিলেন। সৌদি বাদশা মার্কিন সৈন্য প্রবেশ করতে দেওয়ার কথা বিবেচনা করলে এই বিন লাদেনই সাবধান করেছিলেন, মার্কিন সেনা কোনদিন পারস্য উপত্যকা ছাড়বে না। প্রেসিডেন্ট বুশের লিখিত প্রতিজ্ঞার উপর ভরসা করে সৌদি বাদশা মার্কিনি সাহায্য নিলেন, দেশছাড়া করলেন বিন লাদেনকে। যুদ্ধ হল, প্রতিজ্ঞা রইলো না।

ইতিহাস যদি অন্যভাবে রচিত হত, তাহলে কেমন হত আজকের মধ্যপ্রাচ্য? বিন লাদেন তাঁর উগ্র মৌলবাদ বজায় রাখতেন, এটা নিয়ে সন্দেহ নেই আমার। কিন্তু রাজনীতির বাকি চেহারা আদতে কতটা ভিন্ন হত? বিন লাদেনের জেহাদের সূচনা এবং মুখ্য লক্ষ্য তো মার্কিনমুক্ত আরব বিশ্ব। এই পালে কি আদৌ হাওয়া পড়তো সাদ্দাম বনাম বিন লাদেন যুদ্ধ হলে? বিন লাদেনকে কি আফগানিস্তানে আশ্রয় নিতে হত? তালেবানরা তো বিন লাদেনের পছন্দের তুলনায়ও কট্টর ছিল!

কুয়েত ক্রস-ড্রিলিং করছিল ইরাকে, তাই সাদ্দাম নাকি জর্জ বুশের দেওয়া অস্ত্র ও অনুমতি নিয়েই আক্রমণ করেছিলেন। এরকমটা শুনেছি এক কালে। সাদ্দামকে ঝুলানো হল ১৯৮৮এর আগের অন্যায়ের দায়ে। খুব আশায় ছিলাম সাদ্দামের বিচারকার্যের মধ্যে দিয়ে সেই সময়ের রাজনীতি পরিষ্কার হবে। হল না। তাহলে কি আরব বিশ্বে ঘাঁটি গড়বার মাস্টার প্ল্যান থেকেই সাদ্দামকে অস্ত্র দেওয়া, অনুমতি দেওয়া, যুদ্ধে হারানো, এবং তাঁর মুখ বন্ধ করে রাখা?

যাক, অত্যাচার হোক যথা তথা, মৃত্যু হোক ঝুলে।


মন্তব্য

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

পাঠে কি পাওয়া গেল, ফিস্কের জবানিতে তাও একটু যোগ করতেন।
আপনাকে তো পাওয়া যাবে, ফিস্ককে পাই কই।

পঠিত বই নিয়েও লেখা উচিত আমাদের। অনেক অনেক লেখা দরকার।
ধন্যবাদ।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

ফিস্ক এই আইরনি-টা নিয়ে বলেছেন, তবে ইতিহাসের রূপ আজকে কেমন হতে পারতো তা বলেননি। বিন লাদেন তাকে রিক্রুট করার চেষ্টা করেছিলেন এক কালে। বাঘের খাঁচায় বসে এরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিবরণটা অসাধারণ।

তালেবানদের নিয়ে ফিস্কের একটা মন্তব্য মনে ধরেছে। বলেছেন, তালেবান গোত্রের সবার বয়স মোটামুটি ১৬ থেকে ২৫ ছিল। এরা জন্ম থেকেই তাঁবুতে থেকেছে, পাহাড়ে থেকেছে, খোলা ময়দানে ঘুমিয়েছে। দীর্ঘ রুশো-আফগান যুদ্ধের যোদ্ধা এরা। সভ্যতা বা প্রযুক্তির সাথে কোন পরিচয় এদের কোনদিনই ছিল না। একারণে তারা ক্ষমতায় আসার পর যেন তাদের সেই তাঁবুর জীবনটা মালটিপ্লাই করে দিয়েছিল পুরো দেশের জন্য। বিন লাদেন নিজে কখনই প্রযুক্তিবিমুখ ছিলেন না। সেই বিবেচনায় তালেবানদের আশ্রয়টা তার নিজের জন্যও একটু কেমন কেমন ছিল।

শেষ করে নেই, তার পরে লিখবো। শুধু মনের মধ্যে খচখচ করছিলো কী হত ভেবে, তাই এই অণু-পোস্ট

হিমু এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

রবার্ট ফিস্কের অনুবাদ একসময় পড়েছিলাম প্রথম আলো'য় ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ইশতিয়াক রউফ এর ছবি

প্রথম আলোর অনুবাদগুলো অনেক বেশি খটোমটো লাগে পড়তে। ফিস্কের বইয়ে দুই পাড়ের দৃষ্টিভঙ্গি খুব ভাল ভাবে উঠে এসেছে।

একটা খুব মজার কথা আছে। "Toyota is good for Jihad." দম ফাটানো হাসি এসে পড়েছিলো আমার।

হাসিব এর ছবি

বুঝলাম না । কয়েকদিন আগেই না এইসব ষড়যন্ত্র তত্ত্বগুলোরে এক হাত নিলেন !


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

ইশতিয়াক রউফ এর ছবি

হাহ হাহ। ভাল বলসেন! হাসি আমি ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাস করতে চাই না। আমার মনে হয় না যে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে এত ঘাটানোর কোন দরকার আছে কারও। আমরা কর্মময় হলে এগুলো উৎরানোও সহজ। তবে খুব বেশি কনফিউজড হয়ে গেছি ডিটেইলগুলোয়। সিআইএ বলে যে কিছু একটা আছে, তা তো ভুলার উপায় নাই। দৌঁড়ের শুরুতে ল্যাং মেরে দিলে বাকি দৌঁড়ে আর কিছু না করলেও চলে। সিআইএর কাজগুলা সেরকম। তুলনায় কেজিবি অনেক বেশি মাইক্রোম্যানেজিং ছিল সবসময়।

হাসিব এর ছবি

আমাদের দেশের ইতিহাসের গতিপ্রকৃতি নিয়েও অনেক তত্ত্ব ষড়যন্ত্রতত্ত্ব হিসেবে ছিলো । গত কয়েকবছরে কিছু ডকুমেন্ট প্রকাশ পাওয়াতে ওগুলো এখন পুরোদস্তুর তত্ত্বই ।

আর আপনি নিজে যদ্দুর জানি প্রকৌশলী । নাইন ইলেভেন নিয়ে ষড়যন্ত্রগুলো কি দেখেছেন ? আমি ওই তত্ত্বগুলো গায়ে 'ষড়যন্ত্র' শব্দটা যোগ করতে পারিনি । আমার কাছে ওগুলো যথেষ্টই কনভিন্সিং মনে হয়েছে ।

ধন্যবাদ ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

ইশতিয়াক রউফ এর ছবি

হ্যাঁ, পড়েছি। বিশ্বাস করতে কষ্ট হয় যে কেউ নিজের দেশে এমন করবে, তবে এই কলিকালে সবই সম্ভব। খুবই বাস্তবসম্মত মনে হয় অনেক কথাই। তবে, পুরো হিসাব এলোমেলো করে দিয়েছে হারিকেন ক্যাটরিনা। ঐ ধাক্কাটা না খেলে মধ্যপ্রাচ্যের ঝামেলাগুলোর পরও অনেক শক্ত ছিল আমেরিকা। এখন মানুষ বাধ্য হয়েই চোখ অন্যদিকে ফিরিয়েছে। দেখি, কী হয়। হিলারির মত আরেক জাঁহাবাজ নির্বাচিত হলে খবর আছে।

আমেরিকার এসব ঝামেলাগুলো থেকে কোন অর্থনৈতিক সুবিধা হয় না তেমন একটা। পুরোটাই রাজনৈতিক। বাংলাদেশের উচিত এখন অর্থনীতিতে মন দেওয়া। ঐ ক্ষেত্রটায় ঝামেলাগুলো নিজেদেরই তৈরি। এসব সমাধানের উপায় বরং আমেরিকার কাছ থেকেই শেখার আছে অনেক। তবে রাজনীতি বিষয়ক ব্যাপারে ১০০ হাত দূরে থাকা কর্তব্য আমেরিকা ও সিআইএ থেকে।

হাসিব এর ছবি

লিংকটা দেখবেন সময় করে


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

ইশতিয়াক রউফ এর ছবি

দেখলাম, ধন্যবাদ। ভাবছি ফিস্কের বইয়ের প্রথম অধ্যায়টা পুরো অনুবাদ করা যায় কিনা। বিল/হিলারির বইয়ের অনুবাদ হয়, ফিস্কের বইয়ের কোন পুর্ণাঙ্গ অনুবাদ নাই। আমার কাছে নাইন-ইলেভেন নিয়ে কিছু ভিডিও ছিল এক কালে। পেন্টাগনের ব্যাপারটা পুরাই সাজানো মনে হয়েছে ওগুলো দেখে।

হাসিব এর ছবি

নামায় ফেলেন জলদি । আর কি বইয়ের অনুবাদ হয় আর কোন বই কত বিক্রি হয় সেটা বলে লাভ নেই । পাবলিক ক্লিনটনের রদ্দি বই বিশাল টাকা দিয়ে কিনে গর্বভরে শেলফে সাজিয়ে রাখে । সস্তা মানসের লোকেরাই ওগুলো নিয়ে নাড়াচড়া করে । চিন্তা থেকে ওদের বাদ রাখুন । নিজের দায়িত্ববোধ থেকেই সমাজের জন্য লিখতে থাকুন ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

সিরাত এর ছবি

ভাল। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।