দেহ

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ৩:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দেহই শাসন করে সব-
ফিরে ফিরে আসে দেহসুখের গান।
একবার যদি স্বাদ পাও দেহের-
তার হাত থেকে নাই কারো নিস্তার
একা হলেই সে জাগিয়ে তোলে স্মৃতি
দেহ এক পশু-উম্মাদ।।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

মানুষ আলটিমেটলি অ্যানিম্যাল? হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জাহেদ সরওয়ার এর ছবি

বলাই
মানুষের কথা নহে ভ্রাতা
দেহের কথা হইতাসে।

*********************************************

অছ্যুৎ বলাই এর ছবি

দেহ আর মানুষ কি আলাদা? দেহ না থাকলে মানুষ থাকে কেমনে? কেমুন গোলমাল পাকাইয়া যাইতাছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জাহেদ সরওয়ার এর ছবি

দেহ একটা বৃষ, বলদ, পাখী, ডাইনোসর সবার আছ। মানুষ আছে শুধু মানুষের।

*********************************************

অছ্যুৎ বলাই এর ছবি

হুম। হাসি
হয়তো দেখা যাবে, পাখি সমাজও বলবে, দেহ আছে সবার; কিন্তু 'পাখি' শুধু আমরাই।

তবে, কবিতায় যেমনটি বলেছেন, দেহের রসায়ন অনেক সময়ই 'মানুষ'কে ছাড়িয়ে যায়।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

জাহেদ সরওয়ার এর ছবি

সব প্রাণীদের ভেতর এটাই সবচাইতে জীবন্ত যন্ত্রনা।

*********************************************

জাহেদ সরওয়ার এর ছবি

না আমি অন্য সব প্রাণীকে হেয় করার জন্য এটা বলিনি।

*********************************************

হাসান মোরশেদ এর ছবি

যাহা নাই ভান্ডে,তাহা নাই ব্রম্মান্ডে

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।