কবি

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: সোম, ২৩/০৭/২০০৭ - ৬:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিভাবে অর্ধেক ছায়া নিয়ে
হারিয়ে যাও তুমি নিহারিকালোকে
তোমাকে যারা খুজে পেয়েছিলো
চুলের ছায়া আর ছায়াপথের ভেতর
তারাও জানে মানুষের এক ছদ্মবেশ তুমি
দয়িতারা তোমাকে খুজেছিলো সঙ্গমের ভেতর
তারা অবাক হয়ে চীৎকার করেছিলো'তুমি কোথায়'
আর তুমি বয়ে যাও পরিজনদের অভিশাপ
মাঝে মাঝে সমস্ত বোঝা পালকের মত মনে হয়
যখন কতিপয় শব্দ তোমাকে শিকার করে
নিয়ে চলে সেই ধুসর কবি জীবনের দিকে


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

কবি জীবন ধূসর হবে কেন? কোনো রঙ কি আসলেই নেই?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হাসান মোরশেদ এর ছবি

পড়ছি ।
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

আমার খুব ভাল লাগলো কবিতাটা। দিনের সেরা কবিতা পাঠ। মাঝে মাঝে বেঁচে থাকার জন্য এরকম কবিতাপাঠ জরুরী।
শুরুটা দারুণ! ভালো লেগেছে-কিভাবে অর্ধেক ছায়া নিয়ে
হারিয়ে যাও তুমি নিহারিকালোকে

প্রতিটা শব্দে একটা তাল আছে, আছে শব্দ পরম্পরা।

ঠিক কি কারণে জানি, চুলের ছায়া আর ছায়াপথের ভেতর
তারাও জানে মানুষের এক ছদ্মবেশ তুমি
- এই দুই লাইন ভালো লাগেনি। একটু হালকা লেগেছে। আর তাল কাটা। নিহারিকার কি লেজ আছে? থাকলে সেরকম।

বাকিটুকুর জন্য আপনি পাচ্ছেন অতি উত্তম জা-ঝা আর বিপ্লব।

জানেনিতো, একান্তই নিজস্ব মতামত।

-----------------------
এই বেশ ভাল আছি

জাহেদ সরওয়ার এর ছবি

বলাই
ধুসর শব্দটা মনে হয় জীবনানন্দ থেকে আসে।

*********************************************

জাহেদ সরওয়ার এর ছবি

ইমরুল হাসান
আপনাকে ধন্যবাদ। আপনার মতামত আমার জন্য আশা বয়ে আনবে বৈ কি। আপনাকে একজন বোদ্ধা পাঠক বলে মানি। এখন লজ্জা হচ্ছে যে এটা আসলে একটা রাফ কবিতা। সামহোয়ার থেকে কপি করে আনা। এখন আপনার আলোচনা পড়ে আমার আসল কবিতাটা ছাপতে ইচ্ছে হচ্ছ। আর অনলাইনকে আগে কখনোই আমার সাহিত্য চর্চার আসল ক্ষেত্র বলে মনে হয়নি। ফলে এখানে ততক্ষনাত লেখা কবিতাগুলোই অনেক সময় ছাপি। আপনার বিশ্লেষন দেখে লোভ হয় কবিতা বিষয়ে আলোচনা বাড়াতে। আপনাকে ধন্যবাদ।

*********************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।