স্তাদালের মহাউপন্যাস'ব্ল্যাক এন্ড স্কারলেট' কিংবা 'লাল এবং কালো'

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: শুক্র, ২৯/০৮/২০০৮ - ১:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আসলে ইংরেজীর মাধ্যমেই ভিন্ন ভাষার বইগুলো আমাদের কাছে পরিচিত। ফরাসী, স্পেনীশ, ইতালি কিংবা রুশ সব বইগুলো ইংরেজীতে অনুবাদ হয়ে যায় তারপর আসে বিভিন্ন ভাষায়। ফরাসী লেখক মহাত্মা স্তাদালের এই বইয়ের নাম শুনেছি অনেক আগে। মনে মনে খুজছিলাম। যাইহোক পেয়ে গেলাম ইংরেজীটা ঠিক মনে নাই ফ্রেঞ্চ থেকে কে অনুবাদ করেছিল। তবে ইংরেজীটা পড়ে ভাল লাগেনাই। ব্রিটিশ কাউন্সিলে বই ফেরত দেবার তাগিদ আর ইংরেজী জ্ঞান কম হবার কারনে হতে পারে। কিন্তু কয়েক বছর আগে মুল ফ্রেঞ্চ থেকে দেখি একেবারে বাংলায় অনুবাদ করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফ্রেঞ্চ শিক্ষক বিশিষ্ট অনুবাদক পুরবী বসু। তিনি স্বীকার করেছেন যে তিনি মুলানুগ থাকতে চেয়েছেন। বইটা পড়েও তাই মনে হয়। এই বইটার ভাষা অদ্ভুদ রকমের উচ্ছমার্গীয়। বাংলাভাষাটা এখানে অনেক সম্ভাবনাময় মনে হয়েছে আমার। যেন বেথোভেন শুনছি। অদ্ভুদ এক ভাললাগায় কানায় কানায় পুর্ন হয়ে উঠে অভ্যন্তর। আমি আবার বলছি উপন্যাসের ঘঠনা নয়। যে কোন ঘঠনা মহৎ উপন্যাসে উত্তীর্ণ হতে পারে যদি লেখক সে মাপের দৃষ্টিভঙ্গির বাহক হন। স্তাদাল পরে এ উপন্যাস সম্পর্কে বলেছেন তিনি ফরাসী সমাজের ধারাবিবরনী লিখেছেন। জুঁলিয় কাঠ চেরাই কলের মালিকের ছেলে। আমাদের হাফেজ খানায় পড়ুয়া ছেলেদের মতই। সে খুব পড়তে ভালবাসে। বাবার কাজ তার ভাল লাগেনা। পরে সে স্থানীয় মেয়রের বাসায় লজিং পায়। সেখানে মেয়র পত্নীর সাথে তার গড়ে উঠে বিশেষ সম্পর্ক। ছেলে পিলেরাও জুঁলিয় বলতে অজ্ঞান। তার সুত্র ধরেই জুঁলিয়র পড়া হয়ে যায় ভলতেয়ার, রুশো, ও সেন্ট অগাষ্টিন, ফ্রানিসস ইত্যাদি। তার পর তার অন্যযাত্রা শুরু হয়। তার প্রিয় মানুষ হচ্ছে নেপোলিয়ন। তার চরিত্রের মধ্যে নেপোলিয়নের ছায়া আছে। জুলিয়র অদ্ভুদ এক মুখস্থ শক্তি তাকে নিয়ে যায় ফরাসী রাজপরিবারে। পরে শাহজাদীর সাথে তার বিশেষ সখ্য গড়ে উঠে। এবং এখানে এসে বাধ সাধে মেয়র পত্নীর প্রেম। সে তার সাথে জুলিয়র সম্পর্কের কথা বলে দেয় শাহজাদীকে। মুহুর্তেই সব কিছু বদলে যায়। এবং সে হয়ে উঠে ব্যক্তি জুলিয়। সে মেয়র পত্নীকে খুজে বার করে গীর্জায় এবং উপাসনারত অবস্থায় তাকে সেখানে গুলি করে হত্যা করে। না আমি আবার বলছি স্তাদালের ভাষার মধ্যে অদ্ভুদ এক রাজকীয়তা আছে। অনেক আগে পড়া ভাল লাগা একটা বই। সবকিছু হয়তো খেয়ালও নাই। কেউ সহযোগীতা করলে ভাল হয়।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

নেটে কি পিডিএফ পাওয়া যাবে? আপনার কাছে থাকলে লিংকটা দিয়েন।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

হাসান মোরশেদ এর ছবি

একদিন আমার পড়ার মতো অনেক অবসর হবে, একদিন আমার কেনার মতো অনেক টাকা হবে...
একদিন আমি স্বচ্ছল অবসরে মাশার বলা সব বইগুলো পড়া শুরু করবো ।
একদিন............
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাশা একসাথে দুটির বেশী ব্লগ প্রথম পেইজ প্রকাশিত বলে এটাকে আপনার ব্লগে নিয়ে আসলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।