After the Last Sky: Palestinian Lives by Edwar Said

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: সোম, ০৪/০৫/২০০৯ - ১১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এডওয়ার্ড সাঈদের পর আসলে আমাদের চিন্তার জগত অন্য একটা রাস্তা খুঁজে পেয়েছে। নিজেদের শিকড়কে খুঁজে পাওয়ার এবং চিনে নেবার পথ সেটা। পশ্চিম এতদিন যা করেছে সব তাদের প্রয়োজনে। এ ইটি সাঈদের তীব্র রাজনৈতিক সচেতনতার ফসল। ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে যেমন তার চমৎকার বিশ্লেষণ অন্যদিকে ফিলিস্তিনের ওপর বিশ্বখ্যাত ফটোগ্রাফার জঁ মোরের গুরুত্বপুর্ণর্ কিছু ছবি মিলে দুর্দান্ত একটি ই। ছবিগুলো সুদ্দু একসাথে বইটা যেন এই সময়ের দলিল। এই ইতে সাঈদ খুঁজে দেখেছেন একজন ফিলিস্তিনি হবার অর্থ কি? মুসলমান বিশ্বের লোক হওয়াতে একজন মানুষকে কি কি পরিস্থিতি মোকাবিলা করতে হয়। পশ্চিমে এমন একটিও দিন থাকেনা যেদিন আরব বিশ্বের মানুষেরা সংবাদের শিরোনামে থাকেনা। কিন্তু প্রচার মাধ্যম তাদের যে ইমেজ সৃষ্টি করেছে সাঈদ দেখান তা খুনী সন্ত্রাসী ও অপহরণ কারীর। বইটি আরো একবার নিজেদের নিয়ে ভাবতে শেখায়।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সাঈদের মত স্কলার বিশ্বে দরকার পশ্চিমানীতির ভাল খারাপ বুঝতে।

শাহিদুর রহমান শাহিদ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।