কনস্তান্তিনস কাভাফি ও তার কবিতা

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: মঙ্গল, ১৬/০৬/২০০৯ - ৬:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

কনস্তান্তিনস কাভাফিরে মনে হয় নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নাই। ইতিমধ্যে হয়তো আপনারা তার বহু কবিতা পড়ে ফেলেছেন। তবে তার কবিতা আর জীবনটা একজন কবির জন্য অনেক বড় আত্মবিশ্বাসের কারন হতে পারে। তার জন্ম গ্রীসে। সেখান থেকে মিশরের আলেকজান্দ্রিয়ায়। পৈত্রিক ব্যবসার সুত্রে। ব্যবসায় ধ্বস এবং লন্ডন গমন। এডওয়ার্ড সাঈদের জীবনের সাথে প্রায় মিলে যায়। তার পর আবার আলেকজান্দ্রিয়া। এবং সেখানেই তার কর্ম জীবন। তিনি কখনো বই করেন নাই। দশটি করে কবিতা নিয়ে পুস্তিকা করতেন। এবং সেগুলো নিজের পরিচিত পাঠকদের মধ্যে বিলি করতেন। তার কবিতা প্রথম ইউরোপে পরিচিত করে তোলে টি এস এলিয়ট। তিনি তার সম্পাদিত প্লুরাল পত্রিকায় প্রথম মুল গ্রীস থেকে কাভাফির কবিতা ছাপেন। এর পর গ্রীক কবিতা জগত তাকে গুরু মানেন। নোবেল প্রাপ্ত গ্রীক কবি এলিতেস তারে নিয়া বহু লেখা লিখেছে। তার কবিতায় মরুভুমি আর লোহিত সাগরের মত প্রগাঢ় বিষাদ কাজ করে। মানব জাতি সম্পর্কে চির নিরাশা এবং নষ্টালজিয়া দ্বারা আক্রান্ত তার কবিতা। সমকাম নিয়ে তার কিছু কবিতা আছে। তার একটা কবিতা এখানে তুলে দিচ্ছি।

শহর

তুমি বলেছিলে,'অন্য কোনো দেশে অন্য কোনো সমুদ্রে আমি পাড়ি দেব।
খুঁজে পাওয়া যাবে এর চেয়ে ভালো কোন শহর।
এখানে আমার তাবৎ চেষ্টা ভবিতব্যর শাপে নিষ্ফল হয়ে গেছে।
আর আমার হৃদয় একটি শবদেহের মত,-সমাহিত।
এই ক্ষয়রোগ থেকে আমার মন কি আর কখনো মুক্তি পাবে না?
যেদিকে চোখ ফেরাই, যেদিকেই তাকাই
শুধু চোখে পড়ে নিজের জীবনের কালো কালো ধ্বংশস্তুপ,
জীবনটাকে এতগুলি বছর ধরে আমি ধ্বংশ করেছি।

না, নতুন কোন দেশ তুমি খুঁজে পাবেনা, খুঁজে পাবে না অন্য কোন সমুদ্র।
এই শহর তোমার পিছু নেবে। একই রাস্তায় রাস্তায়
তুমি ঘুরে বেড়াবে। একই পাড়ায় পাড়ায় তোমার বয়স বাড়তে থাকবে।
আর একই বাড়িঘরের মধ্যে চুলে পাক ধরবে।
ঘুরে ফিরে এই শহরেই এসে তুমি হাজির হবে। অন্য কোন জায়গার স্বপ্ন দেখো না।
তোমার জন্য কোন জাহাজ নেই, কোন পথ নেই।
তোমার জীবন, যেভাবে তুমি তাকে ধ্বংশ করেছ এখানে, এই অজ জায়গাটায়,
ঠিক তেমনি ভাবেই ধ্বংশ করে রেখেছ সারা দুনিয়াভর।

(কালিওপা ব্লেৎশা ও পুস্কর দাশগুপ্তের মুল গ্রীস থেকে অনুবাদ)


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাশা লিখেছেন:
কনস্তান্তিনস কাভাফিরে মনে হয় নতুন করে পরিচয় করিয়ে দেয়ার দরকার নাই

কন্কী! আমিতো আজকেই নাম শুনলাম। ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।

স্পর্শ এর ছবি

এর আগে শুধু তার ইথাকা কবিতা টা পড়েছিলাম। এই এক কবিতা দিয়েই সে আমার মনে একটা বড় স্থান দখল করে নিয়েছে।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

সুবিনয় মুস্তফী এর ছবি

গত সেপ্টেম্বরে মিশর সফরের সময়ে এক সন্ধ্যার কথা।

আলেক্সান্দ্রিয়াতে রাত নেমে এসেছে, গাইডবুকের পাতা ধরে ধরে পুরান শহরের আনাচে কানাচে খুঁজে বেরাচ্ছি প্রিয় কবির ভগ্ন বাড়ি। ঘন্টাখানেক খোঁজার পরে অবশেষে মিলে যায় মনজিলে মকসুদ - এক অন্ধকার গলিতে আবিষ্কার করি এই ফলক

http://www.flickr.com/photos/7356729@N04/3080165151/in/set-72157607906202169/

auto

কাভাফির বাড়ি। বহুকাল মনে থাকবে।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

সিরাত এর ছবি

মজার কাহিনী!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।