রেস্তোরায় কতিপয় বন্ধুদের তেজস্ক্রিয় খাবার টেবিল

জাহেদ সরওয়ার এর ছবি
লিখেছেন জাহেদ সরওয়ার (তারিখ: সোম, ০১/১০/২০০৭ - ৫:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

তোমাদের হাসির নীচে চাপা পড়ে
আমার মৃত্যু সংবাদ।
-টেবিলে রক্তের সোপ-
কাটা চামচে গাতা জীবন্ত মাংশ
তোমরা খাচ্ছো...খাচ্ছো...
গ্লাসে সমুদ্র তার ভেতর প্রজাতির ইতিহাস।
প্লেটে সবজি, সসেজ-

তোমাদের জিহবায় লোল, কম্পিত কাটা
মাংশের ভেতর আর্তনাদ।
খেয়ে চলো দেহ, রক্তাক্ত মাড়ি
সালুনের ডেকসীতে সিদ্ধ হয় এ্যমিবা হৃদয়

তোমাদের হাসির নীচে চাপা পড়ে
আমার মৃত্যু সংবাদ।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

প্রথম পাঠ,প্রথম মন্তব্য-সুযোগ পেলাম ।
মাশা'র এই কবিতাগুলো পড়লে কেমন একটা অসহায় হাসফাস টের পাই নিজের ভেতর । সংক্রামক ।

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

আমি সিওর এটা রক্তের স্যুপ ।
মাশা ইচ্ছে করে বানান নিয়ে বিটলামী করে । কবি মানুষ, কি আর করা মন খারাপ

-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জাহেদ সরওয়ার এর ছবি

হাসান আশা করি ভাল আছেন। এক্কেবারে অনিয়মিত হয়ে যেতে হচ্ছে
নিজেকে কাফকার গ্রেগর চামচা মনে হচ্ছে। শালা সভ্যতার নিকুচি করি। আপনার কথা ঠিক স্যুপ হবে। অসর্তকতাই দায়ী।

*********************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।