অভিমান ছেড়ে আবারো এসো আমাদের ঘরে হে মিসি-সালজং...

জুয়েল বিন জহির এর ছবি
লিখেছেন জুয়েল বিন জহির [অতিথি] (তারিখ: শনি, ২০/১২/২০০৮ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাটফুল ফোঁটার সময় আমন্ত্রণ জানানো হয় না বলে নিশ্চয়ই অভিমান হয় এই অকৃতজ্ঞ আমাদের প্রতি! হয়তো বা নয়। আমরা মানুষেরা কবেই বা কৃতজ্ঞ ছিলাম তোমাদের প্রতি? তোমাদের বাতলে দেয়া কতকিছুইতো ছেড়ে দিয়েছি কত আগে। হাবাহুয়া...দাকবেওয়াল...সংস্রেক বিশ্বাস...অনেক ,অনেক কিছুই। মি.মান্দির (ধানের মা) কাছে তোমাদের দেওয়া কথার মান আমরা রাখতে পারিনি, কেননা ধানের হিজা মাথায় করে ধানের মাকে নাচানোর ইচ্ছেগুলো এখন লুটোপুটি খায় খ্রিষ্টরাজার পর্বে ক্রশের ধারে। উদাসীনদৃষ্টিহীনতায় ধানের মা কর্পোরেটের মোড়ক বন্দি হয় মিজাম ছেড়ে..., হাবা...ছেড়ে! কিম্বা আরো না জানা কোনো কারণে। কিন্তু তারপরও...তারপরও... আবারো তোমরা এলে অনেক অনেকদিন বাদে অকৃতজ্ঞ এই আমাদের ঘরে। তোমাদের অভিবাদন হে মিসি-সালজং...রিমচাকসুয়া...অভিবাদন..রিমচাকসুয়া...আমাদের স্মৃতিচারণমন্ত্র, আখারু-চু-মিগারু-থা.থুরাক গ্রহণের জন্য, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, মিথেল্লা...মিথেল্লা...


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপনাকে অনলাইনে দেখে অপেক্ষা নিয়ে বসেছিলাম ওয়ানগালার গল্প শুনবো বলে। কিন্তু আপনি না দিয়েই ডুব মারলেন? এবার যাবার খুব শখ ছিলো। কিন্তু সচলাড্ডার কারনে যেতে পারিনি। মনটা ভীষণ খারাপ হয়েছিলো। আপনার অভিজ্ঞতা শুনতে চাই।

সংস্রেক বিশ্বাসী কেউ কি এখনো জীবিত আছে? প্রায় বছর দশেক আগে ৫ জনের খোঁজ পাওয়া গেছিলো। এখন কী অবস্থা?
আপনার খোজেঁ থাকলে জানতে আগ্রহী। দেখা করতে আগ্রহী।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুয়েল বিন জহির এর ছবি

সংস্রেক বিশ্বাসী আছেন এখনো মধুপুর শালবনে। আপনি চাইলে দেখা করতে পারেন।

মৃদুল আহমেদ এর ছবি

পুরো ব্যাপারটা খুইলা বলবেন কি কেউ? নজরুল বা জহির ভাই? আমি একটু গাণ্ড টাইপের মুরুক্ষু মানুষ। বিরিশিরির আদিবাসীদের নিয়ে কোনোকিছু কি? জহির ভাই নিশ্চয় এরকম একটা উদাসী লেখার পর আমার এই গাণ্ডু টাইপ কোশ্চেন দেখে খেপবে?
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জুয়েল বিন জহির এর ছবি

নারে ভাই খেপতে পারলাম না!

জুয়েল বিন জহির এর ছবি

কিছুই না! একদম আজাইরা!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ওয়ানগালা হইলো গারোদের উত্সব। গত ১৪ তারিখে ছিলো। আমার যাবার খুব শখ ছিলো। কিন্তু সচলাড্ডার কারনে যেতে পারি নাই। জহির ভাই গিয়েছিলেন। তাই জহির ভাইয়ের কাছে জানতে চাইছিলাম এবার কেমন মজা হলো? তিনি সম্ভবত নেটে আর বসতে পারেননি। ফোনেই জানতে হবে।

আর সংস্রেক বিশ্বাসী হলো তারা, যারা যীশুর প্রতি আনুগত্য আনেনি। এখনো প্রাচীণ ধর্মমতে আস্থা রেখেছেন। সে সংখ্যা বড়ই কম। এখন আছে কী না তা আমার জানা নাই। সেটাই জিজ্ঞেস করেছিলাম।
ভুল বললাম কী জহির ভাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুয়েল বিন জহির এর ছবি

ভাইরে সেখান থেকে আসার পর নেটে আর বসতেই পারছি না পেটের দায়ে।
না ভাই ভুল বলেন নাই।

মাহবুব লীলেন এর ছবি

মধুপুরে একবার দেখার সুযোগ হয়েছিল সাংসারেকদের ওয়ানগালা
জানামতে এখনও ওখানে কিছু সাংসারেক আছেন যারা এখনও গির্জাযুক্ত ওয়ানগালা করেন না

০২

পৃথিবীতে এখন আর প্রাচীন ধর্ম এবং ভাষার মৌলিকত্ব টিকিয়ে রাখা বোধহয় সত্যিই কঠিন হয়ে পড়েছে
তার প্রথম কারণ বিশ্বাসের পত্তন বদলে যাওয়া আর দ্বিতীয় কারণ চর্চার সুযোগ কমে যাওয়া

কিন্তু কিছু কিছু সাংস্কৃতিক আচার; যা আপনা আপনি টিকে ছিল ধর্ম ভাষা আর সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে; একেকটা জাতি কিংবা গোষ্ঠির বৈশিষ্ট্য হিসেবে

এখন বোধহয় সময় এসেছে সচেতন ভাবে তাকে সংরক্ষণ করার
তার মধ্যে একটা এই ওয়ানগালা
(যদিও খৃষ্টিয় গারো সমাজে তার মৌলিকত্ব হারিয়ে গেছে অনেকটাই)

জুয়েল বিন জহির এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ।
মধুপুরের সংস্রেকদের ওয়ান্নাতে কত সালে গিয়েছিলেন?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।