মাগো

কাব্য এর ছবি
লিখেছেন কাব্য [অতিথি] (তারিখ: সোম, ০৮/০৯/২০০৮ - ৬:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঝিরি ঝিরি বৃষ্টি ঝরছে অবিরত,
তার মাঝেতে হেঁটে চলেছি আমি আশাহত।
বৃষ্টির ফোটাগুলো ভিজিয়ে দিচ্ছে আমায়,
মনের মাঝে দিয়ে যাচ্ছে এক অদ্ভুত অনুভুতি।

আজ তোমায় বড় বেশি মনে পড়ছে মাগো।
বৃষ্টির ফোটার বদলে, তোমার হাতের ছোঁয়ার-
জন্য বড় উতলা হচ্ছে এ মন।
সব কিছু ফেলে তোমার কথা শুনতে ইচ্ছে হচ্ছে।
তোমার কঠোর কথাচগুলোও আজ বড় মধুর লাগছে।
আজ তুমি কেন আমায় বারন করছ না মা,
কেন অসুখের অজুহাত দিয়ে ঘরে ডাকছো না,
কেন তোয়ালে দিয়ে মাথাটা মুছে দিচ্ছো না।

তোমায় ফেলে এ দূর দেশে থাকতে চায়না মন,
মায়াহীন এই শহরটাতে কেঁদে উঠে দু নয়ন।
আঁধার রাতে বিছানায় শুয়ে ছটফট করি আমি,
বড় আশা হয় তোমার কোলে একটু মাথাটা রাখি।

আর কটাদিন পড়েই হয়তো দেখবো তোমায় জানি,
সেই আশাতে একলা বসে নিত্য প্রহর গুনি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।