নানু

কাব্য এর ছবি
লিখেছেন কাব্য [অতিথি] (তারিখ: রবি, ২১/০৯/২০০৮ - ৫:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নানু, ও নানু,
জানি তুমি শুনছো আমার কথা।
তবে কেন আজ কবরের মাঝে শুয়ে থাকা।
উঠে এসো তুমি কবর হতে,
কথা হোক আজি দুজনের মাঝে।

দেখিনি কখনও দাদু-দাদিমাকে,
দেখেছি কেবল তোমাকে ও (নানী)মাকে,
হেসে-খেলে-গল্প করে সময় কাটাতে।
এখন যখন দেখি মাকে,
বাড়ির মাঝে একা বসে আছে।
মনে হয় তুমি ছাড়া যেন,
এ বাড়িটাতে প্রাণ নেই কোনো।
চলে গেছো তুমি আমাদের ফেলে,
এ বাড়িটাকে শুন্য করে।

এ বাড়িরই সর্বস্থানে,
তোমারি স্পর্শ অনুভব করি।
মনে হয় তুমি লুকিয়ে আছো,
ঘরেরই কোথাও চুপটি করে।
তুমি থাকাকালে যে বাড়িটা,
সর্বক্ষণই থাকতো মুখর,
তুমি ছাড়া যেন সেই বাড়িতেই,
গুমোট হাওয়া বিরাজ করে।

নানু,
জানি তুমি ফিরবেনা কোনোদিন।
তবু তোমাকেই স্মরণ করি,
তোমার কথা পড়লে মনে,
হয়তো কখনও লুকিয়ে কাঁদি।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।