নুতন দিনের শুভেচ্ছা

কাদামাটি এর ছবি
লিখেছেন কাদামাটি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০১/০১/২০০৯ - ১০:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকটা সময় পেরিয়ে গেছে।

সচলায়তনের জন্ম থেকে সচলদের লেখা এই অচলের নখদর্পনে।

কখনো নিজের লেখা পোস্ট করা হয়নি ।

নিজের দিকে ফিরে তাকাবার ফুরসত হয়না কখনো । সচলদের আয়নার সামনে নিজেকে দাড় করাবার সাহস হয়না। ভুত দেখে চমকে উঠবার ভয়ে।

মাঝে মাঝে অসয্য যন্ত্রনায় স্থবির হতে হয়। জীবন যাপনের স্বপ্নেরা লুকোচুরি খেলে মরিচিকার মতো, আবার মিলিয়ে যায় আপন লয়ে। স্বপ্নের স্থায়িত্ব খনিকের। আবার আরেকটা দিন আসে স্বপ্ন দেখবো বলে। স্বপ্ন দেখার সাহস হয়না আজকাল। এ ভাবেই দিন যাচ্ছে, তবুও চলে যে যাচ্ছে এই বেশ।

আর একটি নুতন দিন নুতন বছর...

শুভেচ্ছা রইল সবার জন্য।


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

আপনাকেও শুভেচ্ছা। অনেক ভাল কাটুক।

-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বাহ্ ভালই লিখেছেন তো আপনি। আপনাকে শুভেচ্ছা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

পলাশ দত্ত এর ছবি

পোস্টানো শুরু করেন। হাসি

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভালো তো।
আড়ালে না থেকে লিখতে থাকেন।
শুভ নববর্ষ এবং শুভ ব্লগিং।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কাদামাটি এর ছবি

কনফু সালাম নিবেন আপনার কোন পোস্ট বাদ যায় না। মাহবুব, পলাশ, শিমুল-এর পোস্ট-এ সব সময় ঢু মেরে যাই। ধন্ন্যবাদ সবাইকে।

মন ছিল পলল কাঁদার, জীবন ছিল গোলক ধাঁধার, এখন সময় শুধুই আধাঁর

অমিত আহমেদ এর ছবি

আপনার জন্যও শুভেচ্ছা। আপনি কিন্তু চমৎকার লিখেছেন। এ বছর নিয়মিত আপনার লেখা পাবো আশা করি।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কাদামাটি হিসেবে না থেকে একটা শেপ দ্যান-- অর্থাৎ লেখা শুরু করেন। চলুক

রণদীপম বসু এর ছবি

তীব্র প্রতিবাদ..! লুকিয়ে লুকিয়ে শুধু পড়ে যাবেন, আর আমাদেরকে আপনার লেখা পড়ার সুযোগ দেবেন না, এটা শুধু অন্যায়ই নয়, পাঠক প্রবঞ্চনাও !
এ মুহূর্তে নিজকে একজন প্রবঞ্চিত পাঠক ভাবছি....!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

খাইছে! গুপ্তপাঠক!!!!!!!!

শুভ নববর্ষ।


গরীবের আবার সিগনেচার!!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

রস লয় গুপ্ত থাইকা হো হো হো

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ নববর্ষ। পড়ার পাশাপাশি, নতুন বছরে, লেখালেখি-ও শুরু করুন। শুভকামনা থাকল আপনার জন্য।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বছরের প্রথম দিনে লিখতে শুরু করলেন দেখে আশা করতে পারি চালিয়ে যাবেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।