মিয়াজাকির যত মুভি

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: বিষ্যুদ, ০৮/০১/২০০৯ - ৫:১৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

হায়াও মিয়াজাকির অ্যানিমেটেড মুভির ভক্ত আমি অনেক দিনের। শুরুটা হয়েছিল বন্ধু ডলারের কাছ থেকে শুনে দেখা স্পিরিটেড অ্যাওয়ের মধ্য দিয়ে। সে এক অদ্ভুত মুভি! এক মেয়ে তার বাবা মায়ের সাথে পথে যেতে যেতে এক প্রাচীন জায়গায় এসে পড়ে। জায়গাটা জনমানুষহীন একটা শহর, দোকান ভর্তি জিনিসপত্র, খাবার দাবার কিন্তু ক্রেতা বিক্রেতা কেউ নেই। মা আর বাবা এক খাবারের দোকানে বসে পড়ে খেতে। মেয়েটা অবাক হয়ে ঘুরতে থাকে। হঠাৎ আবিষ্কার করে অদ্ভুত আত্মাদের বিচরণ, যারা সন্ধ্যা হলেই নেমে আসে। একজন বলে, ‘পালাও! সন্ধ্যার আগেই!’ দৌড়ে মা বাবার কাছে আসলে দেখে খেতে খেতে উনারা শুয়োর হয়ে গেছেন! আর এদিকে সন্ধ্যা নামতেই বেরিয়ে আসে হাজারো সব ভুত! autoসে এক অদ্ভুত গল্প! মুভিটা দেখার পরই আমার মাথা নষ্ট হবার যোগাড়! খুজে বের করতে থাকি মিয়াজাকির অন্য সব মুভিগুলো। মিয়াজাকির মুভিগুলো দেখি আর ভাবি একটা লোক এত অদ্ভুত সুন্দর চিন্তা করে কিভাবে? সে এক অদ্ভুত কল্পবাস্তবতার জগৎ! আমি অবাক হই আর ঘুরে বেড়াই সেই অদ্ভুত জগতে যেখানে সবাই উপকথার মত জানে আকাশে ভাসমান এক দুর্গের কথা,
(ক্যাসল ইন দ্য স্কাই)auto প্রাচীন এক সভ্যতার কথা, জ্ঞানে বিজ্ঞানে যারা এগিয়ে ছিল অনেক, ঘুরে বেড়াই প্রাচীন সে জঙ্গলে, এক অদ্ভুত সময়ে যেখানে বন ধ্বংসকারী ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানুষের সাথে বাধে বনের দেব দেবীর সংঘর্ষ (প্রিন্সেস মোনোনকি)।
autoহাসতে হাসতে বিষম খাই বংশানুক্রমে জগৎবিখ্যাত চোর লুপান দ্য থার্ড এর নানা কান্ডকারখানা দেখে (ক্যাসল অফ কালিওস্ত্র),
auto ভাবতে ভাল লাগে কিকির মত আমার বাপ মাও যদি জাদুকর হত, আমিও যদি এইভাবে ঝাড়ুর উপর চড়ে বেড়িয়ে পড়তে পারতাম জাদুর প্র্যাক্টিক্যাল কোর্স কম্পলিট করতে (কিকি’স ডেলিভারী সার্ভিস),
auto মনে হয় এরকম একটা প্রাসাদ থাকতেই পারে যে ঘুরে বেড়াবে ল্যাগবেগে ঠ্যাং মেলে, যার দরজার পাশে পোর্টাল সুইচের নব থাকতেই পারে যা ঘুরালেই চলে আসবে শহর, বন, বাজার(হল’স মুভিং ক্যাসল)।
auto মিয়াজাকির আরো মুভি আছে (পোরকো রোসো, ভ্যালী অফ নসিকা, মাই নেবার তোত্তোরো),অদ্ভুত ছবিগুলো আমাকে সবসময় ভাবায়, স্বপ্ন দেখায় এক অদ্ভুত বাস্তবতার। নতুন একটা মুভি এসেছে মিয়াজাকির, নাম ‘পনিও অন দ্য ক্লীফ’, ডিভিডি পেলেই দেখে ফেলব।auto


মন্তব্য

সবজান্তা এর ছবি

ভাইরে, কিকি'স ডেলিভারি সার্ভিস একটা অদ্ভুত সুন্দর সিনেমা। মুগ্ধ হয়া দেখসিলাম।

লেখা ভালৈছে। পাঁচ তারা।


অলমিতি বিস্তারেণ

অয়ন এর ছবি

স্পিরিটেড অ্যাওয়ে আর প্রিন্সেস মনোনকি দেখছি। স্পিরিটেড অ্যাওয়ে আমার দেখা সেরা এ্যানিমেশন। মিয়াজাকির মুভি দেখার সময় পুরা ঘোরের মধ্যে থাকি।

এনকিদু এর ছবি

ফিউচার বয় কোনান এর কথা বললেন না যে ? আমার খুব প্রিয় জিনিস ঐটা । আপনার অবশ্য বাচ্চাদের জিনিস পছন্দ না বলেছিলেন ঐদিন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

খেকশিয়াল এর ছবি

ফিউচার বয় কোনান তো মিয়াজাকির না। হাহা.. না বাচ্চার জিনিস বড়দের জিনিস ওইভাবে আলাদা করি না, ওই আভাতার আর যে সিরিজটা বলেছিলেন ঐটা বাচ্চাদের বলতে বেশী ছেলেমানুষী বুঝিয়েছিলাম, মানে ঠিক টানে নাই গল্পটা। অবশ্য দেখাও হয় নাই তেমন করে, আরো কিছু পর্ব দেখব ঠিক করেছি।

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শামীম এর ছবি

দেশে আভাতারের ডিভিডি পাওয়া যায়। পুরাটাই দেখে ফেললাম - বউ তো আমার উপর মহা বিরক্ত।

মিয়াজাকি সান এর নাম শুনেছি .... টিভিতে। মুভি দেখা লাগবে। আফটার অল জাপানে যে শহরে/প্রদেশে থাকতাম সেটার নামও মিয়াজাকি। আমার বিশ্ববিদ্যালয়ও ছিল মিয়াজাকি দাইগাকু।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এনকিদু এর ছবি

হায় হায় কি কয় !?!?

এই দেখেন এখানে কি লেখা

http://www.highharbor.net/~daffy/conan.html

আরো দেখেন উইকিপিডিয়া

http://en.wikipedia.org/wiki/Future_Boy_Conan


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

খেকশিয়াল এর ছবি

আরে আসলেই তো! কিন্তু একটা সাইটে দেখলাম অন্য কার জানি নাম লিখা রাখসে, উইকিতে তাই আর দেখি নাই! বোকাচো দেখি শালারা!!
এইটাও দেখতে হইব তাইলে!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দ্রোহী এর ছবি

"হাউল'স মুভিং ক্যাসল" অসাধারণ ভালো লেগেছিল। "লাপুতা ক্যাসল ইন দ্য স্কাই" ও চমৎকার লেগেছে। অন্যগুলো এখনো দেখিনি। হুম! ঠিকাছে দেখে ফেলবো শীঘ্রই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দারুন মনে হচ্ছে। দেখতে হয় তো তাহলে!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- প্রিন্সেস মনোনকি দেখেছি। আমি বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। অবসেসড হয়ে ইংরেজী ভার্সনটা খুঁজেছি এলোপাথারি। ব্যাকগ্রাউণ্ড মিউজিক ছিলো মাথা খারাপ করে দেবার মতো। খুঁজে পাইনা, নাইলে একে একে সবই সাইজ করে ফেলতাম।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রণদীপম বসু এর ছবি

একটাও দেখি নাই ! কেমনে দেখি ! ভাবতেছি....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

এনকিদু এর ছবি

কয়েকটার ডিভিডি পাওয়া যায় । খুঁজে দেখতে পারেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

শিক্ষানবিস এর ছবি

আপনার লেখা পড়ে আর ছবি দেখে spirited away ডাউনলোড দিয়ে দিলাম। ৭০% হয়ে গেছে। আজ রাতেই দেখতে পারব।
অস্কারের প্রতি একটু দুর্বলতা আছে তো, তাই প্রথমে এটাই ডাউনলোড করলাম।

দ্রোহী এর ছবি

আপনার লেখায় অনুপ্রাণিত হয়ে গতকাল রাতে "লুপান দ্য থার্ড: ক্যাসল অব কালিওস্ত্রো" দেখলাম।

"হাউলস্ মুভিং ক্যাসল" বা "ক্যাসল ইন দ্য স্কাই" খুব ভালো লেগেছিল তাই একই ধরনের প্রত্যাশা নিয়ে ছবিটি দেখতে বসেছিলাম। কিন্তু ছবিটি তেমন ভালো লাগেনি। সত্যি বলতে কী, বেশ বিরক্তিকরই লেগেছে। আশা করছি "স্পিরিটেড অ্যাওয়ে" তেমন বিরক্তিকর হবে না।

শংখচীল এর ছবি

তোনারি নো তোত্‌তোরো (মাই নেইবার তোত্‌তোরো )দেখবেন। ফেমিলির সবাইকে নিয়ে দেখার মত

ছায়ার আলো এর ছবি

মিয়াজাকির যতগুলা মুভি দেখসি তার মধ্যে বেস্ট 'মাই নেইবার টোটোরো'।
তুমি মিয়া পুরা পোস্টে ওইটার কথাই লেখনাই! মন খারাপ
'পনিয়ো' দেখলাম রিসেন্টলি...ঐটাও দারুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।