স্কেলিগ

খেকশিয়াল এর ছবি
লিখেছেন খেকশিয়াল (তারিখ: মঙ্গল, ৩০/০৬/২০০৯ - ৫:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্কেলিগের গল্পটি লিখেছেন ডেভিড আমেন্ড। উপন্যাসটির জন্য আটানব্বইয়ে তিনি কার্নেগি মেডেল আর 'হুইটবোর্ড চিল্ড্রেন'স বুক অব দ্য ইয়ার' পুরস্কার পান। ২০০৭'এ সি.আই.এল.আই.পি কার্নেগি মেডেলের জাজেরা বইটাকে গত ৭০ বছরের শিশুতোষ নভেলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটা বইয়ের একটি হিসেবে নির্বাচিত করেন।

আমি বইটা পড়িনি, পড়তে চাই। আমি দেখেছি মুভিটা। পরিচালনা করেছেন অ্যানাবেল জ্যাঙ্কেল। গল্পের নায়ক মাইকেল স্কুলে পড়ে, বারো তেরো বছর বয়স। মা বাবার সাথে নতুন জায়গায় এসেছে। মাইকেলের মা সন্তানসম্ভবা। বাড়িটা বলতে গেলে পোঁড়াবাড়িই বলা যায়। সবকিছু গুছিয়ে নিয়ে নতুন করে শুরু করতে থাকে ওরা সব। বাড়ি মেরামত চলতে থাকে, স্কুলে মাইকেলের নতুন বন্ধু হয়, বাড়ির কাছে পরিচয় এক অদ্ভুত মেয়ের সাথে। যার ছবি আঁকতে খুব ভাল লাগে। আর পরিচয় হয় কাছেই ছাড়াবাড়িটার সেই অদ্ভুত, নোংরা, নির্লিপ্ত লোকটার সাথে। সবকিছুর প্রতি নিরাসক্ত নির্জীব লোকটা যা পায় পোকামাকড় ধরে ধরে খায়। চোখের পলক কেমন করে যেন ফেলে, কেমন যেন গিরগিটির মত চোখের পাতা ওর। একদিন মাইকেল শুধোয়, "কে তুমি?", সে বলে, "আমি প্রাচীন এক জীব, এই পৃথিবীর মতই.."

অনেকদিন ধরে কোন মুভি দেখে অভিভূত হই না, আমি স্কেলিগ মুভিটা দেখে অভিভূত হলাম।


মন্তব্য

সাইফ তাহসিন এর ছবি

মামা যখন কইলা, নামায়া ফেলতে হয়, দেইখা মন্তব্য দিমু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

খেকশিয়াল এর ছবি

হোকে..

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

হ! খেকু ভাইয়ের বিচারে আমি অনেক ভরসা পাই।

খেকশিয়াল এর ছবি

ভাইরে এডি কি কন, বিচার মিচার.. আমার কাছে জটিল লাগসে অইডা কইলাম হাসি

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হ।
ভরসা তো আমিও পাই। মাগার...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

খেকশিয়াল এর ছবি

আপ্নের পিসির কিছু কি নষ্ট? অই কবের থিকা আগার মাগার লাগাইসেন .. ইয়ে, মানে...

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

পিসির কিছু নষ্ট হইলেই কি আমি বুঝি নাকি? মন খারাপ

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

আহমেদুর রশীদ এর ছবি

খেকুর সিনেমার ইস্কুলের আমি একজন লাস্টবেঞ্চার।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

খেকশিয়াল এর ছবি

এডি খিতা খন বা! হামার ইশখুল আইলো খেমন খরি?

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

দুষ্ট বালিকা এর ছবি

ডাউনলোড দিছি।

--------------------------------------------------
একটি কথার দ্বিধাথরথর চূড়ে ভর করেছিল সাতটি অমরাবতী...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

খেকশিয়াল এর ছবি

পাইরেসি! পাইরেসি! খাইছে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ডাউনলোড লিংক কই?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।