Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

Kobita

স্বপ্ন-কথন

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ২৭/০৬/২০১১ - ১:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোমার খুব প্রিয় তিনটি শব্দ বল...।।

- বৃষ্টি ,
একাকীত্ব
আর নীরবতা ।

আজও তোমার কথায় একটা উদাসী ভাব !
আচ্ছা ,তোমার কি স্বপ্ন দেখতে ভালো লাগেনা??
-না ।
একসময় লাগতো,
যখন লাল-নীল,সাদা-কালো অনেক স্বপ্ন দেখতাম ।
একদিন হঠাৎ করে কেঁদে কেঁদে ,স্বপ্ন গুলি কোথায় যেন হারিয়ে গেল ।
আমি ওদের আর খুঁজে পাইনি ।
ওরা কেন জানি ,কোথায় জানিনা, হারিয়ে গেল ।


প্রতিক্রিয়া

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০২/০৩/২০০৮ - ৯:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

১।
কেউ বোঝেনা কেউ নেই
অথচ
আমি রেগে যাই ; কখনো

মৃদু অভিমানে কেটে ফেলি নিজের সহনশীলতা

কেউ জানে না বহু দিন আগে এমন একটি লাল পাতা
ঝরে
পড়েছিল
যখন
শুক্লপক্ষে শুণ্যতা ছিলো

স্লাইডিং জানালা ঘেষে,

ঘামছিলো আর কেউ কেউ বোঝার চেষ্টা করছ...