গ্রামে এক ডাকাত সরদার নিহত হলে আদিবাসী গ্রাম আরো শংকিত হয়

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি
লিখেছেন কন্থৌজম সুরঞ্জিত (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ৩:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন ধরে গ্রামে চোর ডাকাত বেড়ে যাচ্ছিল। কমলগঞ্জ, মৌলভিবাজার-এ চোর ডাকাতির সংখ্যা বেড়ে যাোয়ার কারণ হয়তো সবাই যানেন।...

গত দিন কয়েক আগে একই এলাকায় একটা সফল আর তিনবার 'বিফল' ডাকাতির পর গ্রামবাসী ডাকাত ধরে ফেলে। রিপোর্ট দেখুন: -------------------
কিন্তু এ আদিবাসী গ্রামের লোকজন এখন খুবই ভীতিকর অবস্থার ভেতর দিনযাপন করছে...পরবর্তী আশংকায়...


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

ডাকাতসর্দার হলেও যে সে সংখ্যায়গুরু । তুমি মানুষ,তুমি যে লঘু,লঘুতর অতি
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কন্থৌজম সুরঞ্জিত এর ছবি

ভালো বলছেন।

কন্থৌজম সুরঞ্জিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।