ছন্দ জট - ১.৮

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: সোম, ১৩/১০/২০০৮ - ৪:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

টাপুর টুপুর দুপুর বেলায়
বৃষ্টি আসে মেঘের ভেলায়
আলসেমিয়ে রৌদ্র ভিজে
প্রজাপতির রংধনু রঙ ডানায়
বৃষ্টিরে তোর নুপুর খানি
তোর পায়েতেই সবচে বেশি মানায়।

তুই নামবি খোঁপার শিউলী ফুলে
ঐ কিশোরীর দীঘল চুলে
ফিঁসফিঁসিয়ে নিঝুম রাতে
মেসবাড়িটার একলা ছাদে
ছটফটিয়ে পড় লুটিয়ে
আসমানীদের চিলতে উঠোন খানায়
বৃষ্টি তোকে ওদের মাঝেই
নুপুর পায়ে সবচে বেশি মানায়।

তা রেখে ছাই ভুল দুপুরে
টাপুর টুপুর ভুল নুপুরে
হেলায় ফেলায় এই অবেলায়
ভুল জানালায় দৃষ্টিটা তোর নামাস
বৃষ্টি যে ক্যান আমার চোখেই
নুপুর পায়ে পথচলা আজ থামাস!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ। তবে জায়গায় জায়গায় (বিশেষ করে প্রথম প্যারায়) পড়তে গিয়ে হালকা ছন্দচ্যুতি হইসে মনে হইলো।

আমি ভাই অতো ছন্দ বুঝি না, তাই আমার কথা গোনায় ধইরো না! দেঁতো হাসি

পরীক্ষা বাদ দিয়া ব্লগ লেখা কেন! চিন্তিত
_______________
বোকা মানুষ মন খারাপ

স্বপ্নাহত এর ছবি

কি জানি।আমার কাছে তো ঠিক ঠাকই লাগতেসে। তবে আমার কথাও আমলে নিবার দরকার নাই। আমি নিজেও ছন্দ ভাল বুঝিনা। খাইছে

পরীক্ষা বাদ দিয়া ব্লগ না ,বলেন ব্লগ বাদ দিয়া পরীক্ষা দিতাসি মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রানা মেহের এর ছবি

আসমানীদের চিলতে উঠোন খানায়
বৃষ্টি তোকে ওদের মাঝেই
নুপুর পায়ে সবচে বেশি মানায়।

সুন্দর সুন্দর।

বিডিআর যে কি বলে।
পরীক্ষা বাদ দিয়ে ব্লগ করবেনাতো কী
ব্লগ বাদ দিয়ে পরীক্ষা দেবে?

পড়াশোনা করে পৃথিবীতে কবে কে কী করতে পেরেছে?
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

স্বপ্নাহত এর ছবি

সেটাই দেঁতো হাসি

এত পড়াশুনার কি দরকার। খালি বাংলায় টাইপ জানলেই তো হয়।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

কনফুসিয়াস এর ছবি

তুমুল কবিতা! ফাটাফাটি।
*
ভুল নাই। পড়ার সময় একটু সুর বদলে নিতে হয়, এই আর কি!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

স্বপ্নাহত এর ছবি

সুর বদলাইতে হইসে আপনাকে। কষ্ট দিলাম। মাফ কইরা দিয়েন। দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রাফি এর ছবি

দারুণ ছড়া....
পরীক্ষা থাকলে লেখালেখির ভূত বেশি চাপে এইটা আমিও খেয়াল করছি।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

স্বপ্নাহত এর ছবি

হ। তার মধ্যে কালকে আবার সোশিওলজি পরীক্ষা। এই জন্যে ফেসবুক , সচলে ঘোরাঘুরি করে সোশাল হবার চেষ্টা করতেসি। দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

এইবার ভালমতো আরেকবার পড়লাম। কনফু ভাইয়ের কথামতো সুরটাও একটু বদলে নিলাম, এইবার আর ছন্দচ্যুতি মনে হলো না। আসলেই চমৎকার লাগলো। দারুন ছন্দ। আগের মন্তব্যটা ভাবলাম সম্পাদনা করে বদলে দেই, কিন্তু সেই অপশন পেলাম না! (আমি আমার সিগনেচারটা আবার সার্থক করলাম!)

রানা আপুর কথাও ঠিক! পড়াশুনা করে পৃথিবীতে কেউ কোন হাতি-ঘোড়া মারে নাই। তাই, ব্লগাও, জী ভার কে! দেঁতো হাসি
_______________
বোকা মানুষ মন খারাপ

স্বপ্নাহত এর ছবি

আহা। মুসলমানের এক কথা। এত চেঞ্জ করাকরির কি দরকার। হাসি

বিডিয়ার ভাইরে ঠ্যাংকু।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

টিকটিকির ল্যাজ এর ছবি

ছন্দচ্যুতি হয়নাই। ৪ এর ছন্দ ৬ নাম্বার লাইনে গিয়ে মিলছে। প্রথম প্যারা আর শেষ প্যারা আইডেন্টিকাল। মাঝেরটা অলমোস্ট একই, একটু বিলম্বিত। ঐখানে ছড়াকার স্বাধীনতা নিছে। দেঁতো হাসি

আমি বরাবরই স্বপ্নাহতর ছন্দের ফ্যান দেঁতো হাসি

অতন্দ্র প্রহরী এর ছবি

খাইছে! তুমিও তো দেখি ছন্দ-পাপী! দেঁতো হাসি
একমাত্র আমিই হইলাম গন্ডমূর্খ, কিছুই বুঝি না মন খারাপ
_______________
বোকা মানুষ মন খারাপ

স্বপ্নাহত এর ছবি

@আশিক ভাই- আমি নিজেও এতকিছু চিন্তা করে লিখিনাই। দেঁতো হাসি

আর আপ্নে এই ফ্যান এসির কাহিনি কলেজে কইলে নির্ঘাত স্পেশাল ডিনারের দিন কাবাব চেয়ে বসতাম। দেঁতো হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"পরীক্ষা বাদ দিয়া ব্লগ না ,বলেন ব্লগ বাদ দিয়া পরীক্ষা দিতাসি"...আহারে বেচারা !
ভাগ্যিস, সেই দিনগুলান শ্যাষ। দেঁতো হাসি
শেষের প্যারাটা ভীষন সুন্দর !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

স্বপ্নাহত এর ছবি

বালিকা কোন দিনগুলার কথা কয়? বুঝতার্লাম না তো।

শেষের প্যারাটা ভালোলাগায় অশেষ ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

দৃশা এর ছবি

আসমানীদের চিলতে উঠোন খানায়
বৃষ্টি তোকে ওদের মাঝেই
নুপুর পায়ে সবচে বেশি মানায়
................................................
এই জায়গাটুকু সবচেয়ে বেশী ভাল লাগল।
................................................
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

স্বপ্নাহত এর ছবি

ধন্যবাদ!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

পরিবর্তনশীল এর ছবি

হায়রে পেরেমিক। আর কত পেরেম দেখাবি? দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

স্বপ্নাহত এর ছবি

গুরুটা কে দেখতে হবেনা গুরু গুরু

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অনিন্দিতা এর ছবি

ছন্দ টন্দ নিয়ে মাথা ঘামাই না।
ভাল লাগাই আমার কাছে শেষ কথা।
আহারে , বৃষ্টির মৌসুম যে শেষ হয়ে এলো এখন ..

স্বপ্নাহত এর ছবি

চিন্তা কইরেন না। একবছর পর আবার আসবে। আপনি তখন কান্নাকাটি কৈরাও থামাইতে পারবেন না। হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

খুউউউউব সুন্দর, স্বপ্নাহত। ভারি আরাম হলো পড়ার সময়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

বজলুর রহমান এর ছবি

ব্লগীয় কবিতায় নিখুঁত ছন্দ আশা করা অন্যায়। রবীন্দ্রনাথ জীবনানন্দকেও এক কবিতা বহুবার কাটাকুটি করে শব্দচয়ন ঠিক করতে হয়েছে।
@কনফুসিয়াস ঃ ভুল নেই মানে? তৃতীয় স্তবকের প্রথম ও দ্বিতীয় পঙ্কতিতে 'ভুল' আছে। পরপর দুবার ভালো নয়, পরীক্ষাতেও হলে...। তবে যেহেতু সামাজিক বিষয়ে সুন্দর কবিতা দিয়ে মক টেস্ট, পরীক্ষা খারাপ হবে না আশা করি।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ছন্দ বিষয়ে তাত্ত্বিক জ্ঞান একেবারেই নেই আমার। শ্রুতিনির্ভর ধারণার ওপরে নির্ভর করতে হয়। তবু সাহস করে বলি।

দ্বিতীয় স্তবকের প্রথম শব্দটিকে introducing word জাতীয় একটা কিছু (অনেক ছড়া-কবিতায় এমন উদাহরণ আছে) হিসেবে ধরলে ছন্দে কোনও ত্রুটি আছে বলে বোধ হচ্ছে না।

সেদিন হিমুর শিঙালো ছড়ায় পেলাম:
প্রেমিক আসিয়া এমন কামড়
দিলো প্রেমিকার গায়
বলি, প্রেমিক আসিয়া এমন কামড়
দিলো প্রেমিকার গায়
ডেটল ফেটল আসিলো না কাজে ...
সেপটিক হয়া যায়।

চতুর্থ পংক্তির "বলি" শব্দটিও সেই রকম "অতিরিক্ত" একটি শব্দ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্বপ্নাহত এর ছবি

@সন্ন্যাসীজী- তুই শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করেছি। পুরো কবিতা(?) একই ঢংয়ে লিখলে কেমন যেন যান্ত্রিক যান্ত্রিক লাগে। হাসি

@বজলুর রহমান- ঐ 'ভুল'দুটোও আমার ইচ্ছাকৃত ভুল। হাসি শুধরে দেবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। ভবিষ্যতে কথাটা মাথায় রাখবো। ধন্যবাদ।

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

তুই শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করেছি।

জানি। আর জানি বলেই ছড়াটির/কবিতার ছন্দে কোনও ত্রুটি আমি পাইনি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

বাহ খুব সুন্দর লিখস তো হাসি খুব ভাল লাগল হাসি কথাগুলো খুব সুইট হাসি
মনে করায়ে দিস, এবার দেশে আসলে এক জোরা নুপুর কিনতে হবে।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।