ফকা বলে সাকা রে
ডিসিশন পাকা রে!
রায়ে ভুল নেই কোন
দাঁড়ি, কমা, আকারে!
সাকা বলে ফকা রে
আমি বড় বোকা রে!
কত আশা করেছিনু
খেয়ে গেছি ধোঁকা রে!
গিকা বলে সাকা রে
মাথাখানি ঝাকা রে!
দ্যাখ ঠিকই যাবো বেঁচে
দুই ব্রাদা'ফাকারে!
সাকা বলে গিকা রে
ছবি টাঙা ফ্লিকারে!
মুক্তির দাবী নিয়ে
মার শুধু চিকা রে!
ফকা সাকা গিকা রে
কে যে কয় কী কারে!
শুনে হাসে মিটিমিটি
মাননীয় স্পীকারে!
মন্তব্য
জয় বাংলা
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
ইচ্ছার আগুনে জ্বলছি...
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
______________________________________
পথই আমার পথের আড়াল
-উদ্দেশ্যহীন
দেবদ্যুতি
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
দুর্দান্ত!!
____________________________
আমিষুলপনা|ফেসবুক|গুডরিডস
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আহারে আহারে
______________
আমার নামের মধ্যে ১৩
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
অনেক দিন পর আবার মচমচে ছড়া! গোগ্রাসেই গিলতে হল, স্বপ্নাহত ভাই!
কোথায় ওআইসির মহাসচিব হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াবে, তা না, বরং শেষমেষ যে কূলে তরী ভিড়িয়েছিল, তারাও কোন উচ্চবাচ্য করছে না!
সর্বাধিক জটিল!
রাজাকার বধের পদ্য চলুক!
।।।।।।।।।।।।।।
অনিত্র
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মাননীয় স্পিকার, তাহলে সাকাচৌ কি আবারও চো_না হয়ে গেল?

এই ফাজিল দুদিন পরপর এইসব জিনিস নিয়ে আসে
আর হাসিতে ৩২টা দাঁত বের হয়ে যায়।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন