টেকটক: ব্লগ ইউআরএল সহজীকরন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৫/০৭/২০০৭ - ৩:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

www.sachalayatan.com/[username] এইরকম ইউআরএল সহজে করা যায় pathauto মডিউল দিয়া। www.sachalayatan.com/[username]/[nodeid] ও করা সম্ভব এইটা দিয়া। কিন্তু প্রতিটা এন্ট্রি ডাটাবেইজে জায়গা নিবে। তবে www.sachalayatan.com/[username]/[blog_serial_number] করা যায় কিনা দেখতে হবে।

দ্বিতীয় পদ্ধতি সার্ভারের মাধ্যমে কিছু করা। এইট সম্বন্ধ্যে আমি তেমন কিছু বলতে পারবো না। এই পদ্ধতিতে কিছু করা যায় কিনা কেউ জানালে বাধিত হবো।


মন্তব্য

অরূপ এর ছবি

URL সহজ করতে mod_rewrite ব্যবহার করলে সবচে' ভালো। তবে সবার ইংরেজী লগিন থাকতে হবে..
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

অরূপ এর ছবি

টেক ব্লগ কি সামনের পাতায় দেওয়া যায়?
বেমানান লাগে না? চিন্তিত
অন্যলেখার সাথে যায় বইলা কইলাম.. ঘন্টা দুয়েক পর সামনের পাতা থেকে সরায় দিতে পারো.. ইয়ে, মানে...

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

mod_rewrite দিয়া কইরো তাহলে। আমি আর মাথা না ঘামাই এইটা নিয়া। কনাফার্ম করো, আমি প্রথম পাতা থেকে সরাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

তুমি করো গা মডিউল দিয়া.. চোখ টিপি

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

নজমুল আলবাব এর ছবি

এইটা হইলে খুশিতে ডুগডুগি বাজানোর প্রতিযোগীতা ডাকুম হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমি আর কাজ নিতে পারব না। আমার প্রচুর কাজ জমে গেছে। এইটা দেখো

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হলো? এই ফিচারটা নিয়ে কে কাজ করবেন?

তারেক এর ছবি

নজমুল ভাই, কারিগরদের দ্বন্দ্ব নিয়ে একটা জীবন ঘনিষ্ঠ মহান গল্প লিখে ফেলেন তাড়াতাড়ি। গড়াগড়ি দিয়া হাসি

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

হ, আর আমারে ব্যান করুক। সামহ্যোয়ারে গিয়া দেখেন কি করছে হোসেইনরে? বাবাগো কারিগরদের নিয়া গল্প! আমার মাথা দুইটা নাই আগেই কয়া দিলাম শয়তানী হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।