সচলায়তন ক্রোম প্লাগইন: মাজহারুল আনওয়ারকে অসংখ্য ধন্যবাদ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৯/০২/২০১২ - ২:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকে গুগলে সচলায়তন সার্চ করে দেখছিলাম অতি সম্প্রতি রিডাইরেক্ট করা লিংকগুলো এখনো গুগলের ক্যাশে আছে কিনা। সার্চ রেজাল্ট হিসেবে খুঁজে পেলাম 'সচলায়তন ক্রোম প্লাগইন'। বর্ণনায় লেখা সচলায়তনের সাম্প্রতিক পোস্টগুলোর একটা তালিকা দেখা যাবে।

প্লিজেন্টলি সারপ্রাইজড হয়ে ইনস্টল করে দেখি সত্যিই চমৎকার কাজ করছে এটি।

ধন্যবাদ ভাই মাজহারুল আনওয়ার! এটা সচলায়তনে কিংবা ক্রোম ওয়েবস্টোরে যোগ করতে কোন সাহায্য লাগলে জানাবেন।

তবে যেহেতু আমি কোড দেখি নাই, কিংবা এটা সচলায়তনের সাথে আলোচনা করে বানানো হয়নি, তাই নিজ দায়িত্বে ইনস্টল করবেন। আমি ব্যবহার করে কোনো সমস্যা পাইনি, তার মানে এই না যে এটা ১০০% সেইফ।

সম্পাদনা:
ক্রোম ওয়েব স্টোরে আছে দেখছি


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

একইভাবে সচলায়তন এন্টি কপি পেস্ট প্লাগইনটাও পেয়ে গেলাম! হাসি লিংক দিচ্ছি না। ডেভলপার সৌরভকে খাটুনির জন্য ধন্যবাদ। কিন্তু প্লাগইনটা না বানালেও চলতো।:)

অমিত এর ছবি

এটারে আপডেট করে কিভাবে ? "শিরোনাম নেই" পোস্টের পর তো বেশ কিছু পোস্ট এসেছে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাজহারের সাথে যোগাযোগ করেছি। দেখি কি বলে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাজহার ফেইসবুকে উত্তর জানিয়েছে:

- প্রায় একবছর আগে এটা বানিয়েছে সে।

- rss.xml এর উপর ভিত্তি করে বানানো। গতি বাড়াতে যেসব কাস্টোমাইজেশন করেছি কিছুদিন আগে সেটা rss.xml এর এক্সেস বন্ধ করে দিয়েছিল। এক্সেস আবার চালু করতেই আপডেটেড পোস্ট আসা শুরু করেছে।

- এই আর এস এস ফিডের সাথে ফিড বার্ণার ব্যবহার করে বানিয়েছে সে।

- সে আপডেট করে ওপেন সোর্স করতে রাজি আছে জানিয়েছে। আমি তাই করতে অনুরোধ জানাবো।

অমিত এর ছবি

আপডেট হচ্ছে এখন

স্যাম এর ছবি

ভালোইতো --- আমারও কাজ করছে - আরেকটু দেখতে হবে---- ধন্যবাদ মুরশেদ ভাই

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।