নাটক: শুভ পরি৯ - প্রথম দৃশ্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ২৭/১১/২০০৭ - ৯:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[কাজের মেয়ে জরিনা বাসা বাড়ি পরিষ্কার করবে। এটি লিভিং রুমের একটি দৃশ্য হতে পারে। নিজের সাথে কথা বলছে জরিনা।]

জরিনা: উফ, ইস্। হালার বুইরা। যেমন কিপ্টা, তেমন নোংরা। কাইলই সব পরিষ্কার করছিলাম। আইজ একি অবস্থা করছে। আমার যত জ্বালা। (দর্শকদের দিকে তাকিয়ে) আইজ চাইর মাস হইলো কোন বেতনের নাম নাই। জিগাইলেই কি সব বুজাইয়া দেয়। নাহ, মনে কয় যাইগা এহান থন। কিন্তু ঐযে আমাগো আফামনি আছেনা? হের লাইগাই মনডা টানে গো। নাইলে...

[মাঝবয়সি চানমিয়া প্রবেশ]

চানমিয়া: চিন্তিত কিরে জরিনা কার লগে কথা কস্?

জরিনা: নাহ। কার লগে আর? নিজের লগে কথা কইগো খালুজান।

চানমিয়া: (কানে একটু কম শোনে) ওহ্। আমি মনে করলাম নিজের লগে কথা কস্।

জরিনা: (দর্শকের দিকে) উফ্ফরে। হালার বুইরা কানেও কম হোনে। বিশেষ কইরা আমার বেতনের কথা কইলেওতো কিছুই শুনতে পায় না।

চানমিয়া: আরে খারাই থাকিস না। খারাই থাকিস না। আইজকা একটা ইসপিশাল দিন। সরকারের বানিজ্য অফিসার আইব আইজ। ঘর দোর একদম পরিষ্কার থাকা চাই। আর খাওন দাওনের ব্যবস্থা কিছু করছস?

জরিনা: হ হ খালুজান। খাওন-দাওন তো সোজা। পাঁচ মিনিট ও লাগে নাই। খাওয়াইবেনই তো খালি একটু...।

চানমিয়া: হইছে হইছে। অত কতার দরকার নাই। কাম-কাইজ কর গিয়া।

জরিনা: খালুজান আমার বেতন লইয়া একটু কতা আছিলো।

চানমিয়া: ব্যথা! কোথায়? তুই এত ব্যথা পাস্ কেন ঘন ঘন?

জরিনা: হইছে। দেখছো? হালার বুইরা আবার বয়রা হইয়া গেছে।

[দরজার বেল বেজে উঠবে]

চানমিয়া: দেখতো কেডা? হাবলু ওহনও আইলো না কেন? আইজতো চালান আসার কথা। যা দিন কাল পরছে। কেয়ারটেকার গভমেন্ট না। ব্যডাগো লাইগা কোন কিছু মজুত করনের উপায় নাই। ব্যবসাপাতি লাটে উঠবো আরকি।

[জরিনা দরজা খুলো দেবে। হাবলুর প্রবেশ।]

হাবলু: জরিনা কেমুন আছো?

জরিনা: জ্বী ভালো। আপনি কেমুন?

হাবলু: ইশ্। তোমারে না কইছি। আপনে না, তুমি। তুমি কইরা কইবা। OK?

জরিনা: OK

হাবলু: তোমারে আইজ যা সুন্দর লাগতাছে না!

জরিনা: যাও দুষ্টু। তোমার সাথে কথা নাই।

হাবলু: দুষ্টু? হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ হাঃ। যাউকগা উনি আছে নাকি?

জরিনা: কেডা? ঐ বুইরা বদ?

হাবলু: ছি ছি ছি। এসব কি বলছো জরিনা? উনিতো বদ্ না। উনি একটা হারামজাদা বুইরা। সব দুই নাম্বারী কাজ।

[ভেতর থেকে ডেকে উঠবে চান মিয়া।]

চানমিয়া: হাবলু। ঐ হাবলু। ঐহানে কি করস্ এতক্ষন? এদিকে আয়।

হাবলু: (ভেতরে ঢুকবে) সার কেমন আছেন?

চানমিয়া: ভালো আর থাকতে দিলি কই?

হাবলু: জ্বী সার?

চানমিয়া: কহ্ ব্যবসাপাতির খবর কহ্। মাল আইছে?

হাবলু: হ সার। আইজ সকালেই আইছে।

চানমিয়া: সাবাশ। দুই টেরাক আহনের কথা আছিলো। আইছে?

হাবলু: না সার দুইডা রিক্সা ভ্যান আইছে।

চানমিয়া: ইসসি্রে। ব্যবসা পাতি বন্ধ হইবার জোগাড়! একটু যদি কিছু মজুদ করবার উপার থাকে?

হাবলু: হ সার।

চানমিয়া: আহহারে। কত শখ আছিল হাবলু। রমজান মাস আসতাছে। জনগন একটু পেয়াজ খাবে। আমার অত বড় গোডাউনটা পেয়াজে পেয়াজে ভইরা থাকবে। সময় মত আমরা মজুতদার ভাইরা, পেয়াজের দাম বাড়ামু। হালায় সেইডা আর হইলো না।

হাবলু: হ ঠিকই কইছেন।

চানমিয়া: কেয়ার টেকার গভমেন্টের জ্বালায় মজুত করনের উপায় আছে? আরে এত বড় বড় জিনিস থাকতে আমার পেয়াজের উপর এত নজর কেন? কি কসরে হাবলু?

হাবলু: হ হ। ঠিকইতো। বাজারে এত বড় বড় জিনিস থাকতে আপনের ঐ পিয়াইজের দিকে এত নজর ক্যান? বড় জিনিসের মইধ্যে ধরেন গিয়া, তরমুজ আছে, লাউ আছে, কাঁডল আছে, বিদেশী মূলা আছে। ঐগুলান ধর।

চানমিয়া: হাবলু অফ যা। যেইডা পারস না। সেইডা চেষ্টা না করাই ভাল।

হাবলু: জ্বী।

চানমিয়া: হুন, চামচামি একটা শিল্প। বুচ্ছস্। ভালমত চামচামি করার জইন্যে প্রচুর পড়াশোনার প্রয়োজন। আর তুই তো ব্যাটা ব-কলম।

হাবলু: সার আর হবে না দেখবেন। (দর্শকদের উদ্দেশ্যে) আর হালার বুইরা তুমি কোন দেশের পন্ডিত সর্দার?

চানমিয়া: তয় হাবলুরে, আইজ একটা ভালো কিছু হবার পারে।

হাবলু: মাইনে?

চানমিয়া: আরে ঐযে বানিজ্য অফিসার আছে না? উনার শালা আবার আমার পার্টনার। হেঃ হেঃ। উনি একজন সরকারী আমলা আরকি।

হাবলু: সরকারী গামলা? ইয়া মাবুদ, অত বড় গামলা দিয়া করবেন কি?

চানমিয়া: আরে বেকুব। গামলা না। আমলা। মাইনে উপরের দিকের দুর্নীতিবাজ অফিসার আরকি। হেঃ হেঃ। উনারে আইজ বাসায় দাওয়াত দিছি। ব্যবসাপাতি করতে গেলে, লোকজন একটু হাতে রাখন দরকার বুচ্ছস?

হাবলু: বুঝুম না মানে? সার আপনের এত বুদ্ধি। রাইতে ঘুমান কেমনে?

চানমিয়া: হেঃ হেঃ এইডা তো একদম সোজা। মাঝে মইধ্যে চিৎ হইয়া, মাঝে মইধ্যে কাইত হইয়া, আর মাঝে মইধ্যে উপুর হইয়া। বুচ্ছস? হিঃ হিঃ।

হাবলু:সার আপনের কাছে শিখনের কত ‘কিচু’ আছে!

[বেল বেজে উঠবে]

চানমিয়া: হাবলু দেখতো কেডা। আমার মনে কয়, আমলা সাব।

হাবলু: হ সার দেখতাছি।

[বানিজ্য অফিসারেরপ্রবেশ]

চানমিয়া: আসসালামু আলাইকুম। আসেন আসেন। পথে কোন ঝামেলা হয় নাইতো? আপনার দেরী দেইখাতো আমি বড়ই পেরেশান।

আমলা: নাহ্ তেমন না। দুবার হারিয়ে গিয়েছিলাম আরকি। তৃতীয়বার ঠিকই খুঁজে পেয়েছি।

চানমিয়া: (জোরে) আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ

হাবলু: (একসাথে, স্টেজের বাইরে থেকে) ইয়া মাবুদ. ইয়া মাবুদ

চানমিয়া: আমার মত গরিবের বাসায় আপনার মত হাত্তির পাড়া!

আমলা: (চমকে) হাতি?

চানমিয়া: জ্বী সার। এযে আমার কত বড় সৌভাগ্য। সার বসেন পিলিজ।

আমলা: তা মিস্টার চান মিয়া কেমন চলছে?

চানমিয়া: আর কেমন চলবে? কলকব্জায় সব মরিচা পইড়া যাইতাছে। কবে ইঞ্জিল বন হয়্যা যায় তার ঠিক ঠিকানা আছে?

আমলা: হাঃ হাঃ হাঃ। আপনি তো বেশ রসিক লোক।

চানমিয়া: হ ব্যবসা-পাতি করিতো। একট রসতো থাকনই লাগে। তয় রসতো সব শুকাইয়্যা যাইতাছে।

আমলা: ক্যান সমস্যা কি?

চানমিয়া: সমস্যা তো অনেক। তার উপর আবার কেয়ার টেকার গভমেন্ট। কোন কিছু মন খুইলা মজুত করবার পারি না। আইজ সকালে পিয়াজ আসনের কথা আছিলো দুই টেরাক। আইছে মাত্র দুই ভ্যান।

আমলা: আহারে। ঠিকই বলেছেন। যা দিন কাল পড়েছে। আমার তো আরো দুরবস্থা। বাসায় একটু ভাল মন্দ খেতেও পারি না। আজ দুমাস ধরে কিসব পঁচা-ধচা, গাছ-গাছড়া খাচ্ছি। বড় একটা মাছও কিনতে পারি না। আর বালিশের ভেতর টাকা রাখার কথাতো চিন্তাই করিনা। যদি দুর্নিতী দমনের লোকজন চলে আসে। আমার প্রতিবেশী পাট অফিসার, সেদিন বাজার থেকে শখ করে একটা পাতি হাঁস ঝুলিয়ে নিয়ে বাসার দিকে আসছিলো। ওখান থেকেই যৌথ বাহিনী উনাকে তুলে নিয়ে গেল!

চানমিয়া: বলেন কি?

আমলা: আর বলবেন না। ওরা সব এত বাড়াবাড়ি শুরু করেছে না!

চানমিয়া: (আড়ালে নিজের সাথে) সময় থাকতে আপনেরাও তো বাড়াবাড়ি কম করেন নাই।

আমলা: হ্যাঁ? কিছু বললেন?

চানমিয়া: আরে না না।

আমলা: তা বলুন কি যেন আলোচনা করতে চাচ্ছিলেন।

চানমিয়া: হ হ। মানে ঘটনা হইলো যে আপনের তো অনেক জানাশোনা। আমার একটা ঘি এর চালান আসতাছে, চিন থাইক্যা। তাই সামাইন্য হেলপ দরকার।

আমলা: সমস্যা কোথায়?

চানমিয়া: না মানে সমস্যা ছিল না। ঘি একটু ভেজাল কিনা। তাবে পুরাটা না। সামান্য হইলেও খাঁটি ঘি তার মইদ্দে আছে। এইটা আমার রমজানী ওয়াদা।

আমলা: হুম বুঝতে পারছি। আপনি নিশ্চয়ই বন্দরে ক্লিয়ারেন্স নিয়ে ঝামেলায় আছেন?

[জরিনার চা সহ প্রবেশ]

চানমিয়া: জ্বী জ্বী।

আমলা: আবার চা?

চানমিয়া: লন্ লন্। (জরিনার দিকে তাকিয়ে) চায়ের সাথে আবার মিষ্টি? ভাল ভাল। সার লন লন।

[জরিনার প্রস্থান। চুমকীর (নায়িকা) প্রবেশ।]

আমলা: আহা এসবের আবার কি দরকার ছিল?

চানমিয়া: আরে হ আমারও তো একই কথা। যত কম খাওন যায় ততই ভালো।

[কানে ওয়াকম্যান সহ চুমকীর প্রবেশ। পেছনে গান “সে যে কেন এলনা..”]

চুমকী: ওহ সরি।

চানমিয়া: আরে অহনই এন্ট্রি মারলা কেন? নাটকের স্ক্রীপ্টে তো তোমার এখন আসার কথা না।

চুমকী: ওহ তাই নাকি? ইস্ একদম মনে ছিলো না। দিন, দিনতো স্ক্রীপ্টটা একটু চেক করি।

[চান মিয়া ইয়া লম্বা একটা কাগজ দিবে]

চুমকী: ওহ্ তাইতো। আমার তো এ দৃশ্যে আসার কথা না! আমি তাহলে পরে আসবো। এখন যাই...

চানমিয়া: যাবা? যাও।

[চুমকীর প্রস্থান]

আমলা: (মুগ্ধ চোখে তাকিয়ে থাকবে) বাহ্। আপনার মেয়ে?

চানমিয়া: না না মেয়ে হবে কেন? ভাতিজী। তাও দুঃসর্ম্পকের।

আমলা: ওহ্ আচ্ছা আচ্ছা। খুব ভাল। ডায়ালগ মুখস্ত করে নাই তাতে কি? দেখতে বেশ।

চানমিয়া: জ্বী?

আমলা: (অপ্রস্তুত) না মানে ইয়ে। যাক্। কি নাম ওর?

চানমিয়া: চুমকী।

আমলা: বাহ্। অদ্ভুত। বিয়ে দিয়েছেন?

চানমিয়া: হ্যাঁ জ্বী? জ্বী না, জ্বী না।

আমলা: বাহ্ খুব ভাল। খুব ভাল। (ভেতরের দিকে উদাস ভাবে তাকিয়ে থাকবে)

চানমিয়া: স্যার। ও স্যার। আপনার সাথে জরুরী কথা ছিল।

আমলা: ও হ্যাঁ হ্যাঁ। কি যেন বলছিলেন? ও আপনার ঘি এর কথা। তাই না?

চানমিয়া: হ সার। বন্দরে আইজকাল ভীষন কড়াকড়ি। এত জনরে ঘি মাইরাও ঘি আননের পথটা পিছলা হইতাছে না।

আমলা: আহাহা… এতো অনিয়মতো খোদাও সইবে না

চানমিয়া: নিশ্চয়ই, আমি তো চান্স পাইলেই অগোরে বদদোয়া দেই। হাডু পানিত ডুইবা মর হালারা। জরিনা। ও জরিনা। এই সব নিয়া যা। খাওয়া দাওয়া শেষ।

আমলা: খাওয়া শেষ? বলেন কি?

[জরিনার প্রবেশ]

চানমিয়া: নিয়া যা, সব নিয়া যা। হ মিষ্টিগুলিও নিয়া যা। স্যারে এইসব খাইবো না। তাই না? (জরিনার দিকে হাত দিয়ে আড়াল করে) মিষ্টির প্যাকেটটা রাখছস তো? নাটক শেষে কইলাম ফেরত দেয়ন লাগবো।

আমলা: (মিষ্টির দিকে হাত বাড়াবে) না মানে, আমি...

চানমিয়া: (নিজে জরিনার হাতের ট্রেতে তুলে দিতে দিতে) নিয়া যা। নিয়া যা। এই সব মিষ্টি না খাওয়াই ভাল। এক গাদা চিনি। স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। কি বলেন?

[জরিনার প্রস্থান]

আমলা: (অবাক হয়ে) হ্যাঁ ঠিক ঠিক। তা যাক। চান সাহেব, আপনার এত বড় কাজ, আমারতো কিছু কল কব্জা নড়াতে হবে। বুঝতেই পারছেন।

চানমিয়া: ও আচ্ছা আচ্ছা। আপনি পাক্কা ভদ্রলোক। কি সুন্দর কইরা কইলেন। আপনে আসলেই হাত্তি। গরীবের ঘরে হাত্তি।

আমলা: (গলা ঝেড়ে) অ্যাঁ! হাতি?

চানমিয়া: (একটা কাগজের ঠোঙ্গা বাড়িয়ে দেবে) নেন, নেন। আপনার জন্যই রাখা।

আমলা: হেঃ হেঃ। কি যে সব করেন না। লজ্জ্বায় ফেলে দেন। পরে দিলেও তো পারতেন। এই ধরুন খাওয়া-দাওয়ার পরে আরকি।

চানমিয়া: খাওয়া-দাওয়া?

আমলা: বাহ্ আপনি তো মস্ত রসিক লোক। আপনি না বললেন আজ আপনার বাড়িতে দুটো ভাল-মন্দ খেতে।

চানমিয়া: ও আচ্ছা আচ্ছা। না স্যার। আমাদের কি আর খাওয়ার বয়েস আছে? বিষ বুঝলেন, বিষ। ওই সব তেল চর্বি, ভাজা পোড়া খাইবেন আর যতসব ডাইবেটিস, বেলাড পেরসার, আলসার, ক্যানসার - আরো না জানি কত কি বাধাইয়া ফালাইবেন। এমনকি এইডস ও হয়্যা যাইতে পারে। না স্যার, জাইন্যা শুইন্যা আমি আপনার এত বড় ক্ষতি করবার পারমু না।

আমলা: হ্যাঁ তার মানে? খাওয়া নাই?

চানমিয়া: হ্যাঁ ঠিক তাই। আসলেই আপনারা জ্ঞানি। হাত্তি আরকি।

আমলা: মানে ইয়ে। হ্যাঁ... হ্যাঁ তাই। (দর্শকদের দিকে) এ কোন চিড়িয়ার পাল্লায় পড়লামরে বাবা! দেখি টাকা পয়সা আদৌ দিয়েছে কিনা।

[আমলা টাকার ঠোঙ্গাটা নেড়ে চেড়ে দেখবে। আৎকে উঠবে।]

আমলা: চান সাহেব, এসব কি? সবই তো একটাকা আর পাঁচ টাকার নোট। সব মিলিয়ে তো দুশো টাকাও হবে না।

চানমিয়া: আমি জানি স্যার। আমরা নিতান্তই মামুলি লোক। আমরা কি আর আপনাদের কদর করতে জানি? আরে এক-পাঁচ টাকার নোটতো আজকাল ফকিরেরাও নেয় না। আপনি নিশ্চয়ই বলবেন এ কয়টা টাকা আপনার কোন দরকারেও আসবে না। (ঠোঙ্গার দিকে হাত বাড়াবে) দেন্ দেন্।

আমলা: না, না। দরকারে আসবে, আসবে। ঠিক আছে, ঠিক আছে। ভাল মনে একটা উপহার দিয়েছেন। না নিয়ে কি পারি?

চানমিয়া: এ্যাঁ!

আমলা: তো চান সাহেব, আজ উঠি।

চানমিয়া: স্যার আমার ঘি এর ব্যপারটা?

আমলা: ওহ্ দেখি কি করতে পারি।

[দুজনেই উঠে দাঁড়াবে। আমলা যেতে যেতে নিজের সাথে বলে উঠবে]

আমলা: ব্যাটা কিপ্টার হাড্ডি। দিনকাল ভাল না। নইলে দেখতি মজা। (হাসতে হাসতে চানমিয়া দিকে তাকাবে, ভেংচি কাটবে।)

চানমিয়া: (ভেংচি কাটবে)

[আমলার প্রস্থান]


মন্তব্য

রিখি এর ছবি

বাহ্‌, বেশ ভালো তো!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।