না ফেরার দেশে জিয়া হায়দার

রূপকথা এর ছবি
লিখেছেন রূপকথা [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/০৯/২০০৮ - ৩:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

চলে গেলেন জিয়া হায়দার। আমাদের প্রিয় কবি, নাট্যকার এবং শিক্ষাবিদ। সকাল সাতটা পঞ্চাশ মিনিটে রাজধানীর সিটি হাসপাতালে বায়াত্তর বছর বয়সে চির বিদায় নিলেন এই বরেণ্য ব্যাক্তিত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা পাদদেশ আর বাংলা একাডেমী প্রাঙ্গনে তাঁকে কান্নামাখা বিদায় জানায় সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের মানুষেরা। মাগরেবের নামাজ শেষে পাবনায় গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে তাঁেক শেষ শয্যায় শায়িত করা হবে। রফিকুল ইসলাম রফিকের ক্যামেরায় পার্থ সনজয়ের রিপোর্ট।

ভয়েসওভার
নীরবতা ভাঙ্গার মানুষ যখন চলে যান তখন চারপাশেও নেমে আসে নীরবতা। আর তাই সকাল সাতটা পঞ্চাশে যখন না ফেরার দেশে চলে গেলেন জিয়া হায়দার তখন সিটি হাসপাতালে ভর করেছিল, এক গুমোট নীরবতা।
সিংক: নাট্যজন মামুনুর রশীদ
সারাজীবন দুই হাতে শিল্পের চর্চা করেছেন যিনি, বাংলা নাটকের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিত্য যিনি নিষ্ঠ থেকেছেন, সেই জিয়া হায়দারের প্রয়াণ তাই অনেককেই মনে করিয়ে দেয়, তাঁকে সঠিকভাবে অনুবাদ করা যায়নি।
সিংক: নাট্যজন আতাউর রহমান
নাট্যজন ম হামিদ

পাবনার দোহারপাড়ায় ১৯৩৬-এ জন্ম নিয়ে জিয়া হায়দার যে মুক্ত জীবনের ছবি আঁকতে শুরু করেন তাই সারাজীবনের সঙ্গী হয়ে যায়।
সিংক: কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বাংলা একাডেমী যার গবেষণার সঙ্গে নিত্য মিশে ছিল সেই বাংলা একাডেমী প্রাঙ্গনেই দুপুরের হলুদ রোদে তাঁকে নিয়ে আসা হয়। জিয়া হায়দার নাগরিক নাট্যাঙ্গন এবং বিটা’র প্রতিষ্ঠাতা ছিলেন।
১৪ ভাই বোনের মধ্যে তৃতীয় জিয়া হায়দারের মৃত্যুতে ভাই রশীদ হায়দার যেন পিতৃহীন হয়ে গেলেন।
সিংক: রশীদ হায়দার, জিয়া হায়দারের ছোট ভাই
মৃত্যুর মিছিলে যোগ হলো আরেকটি নাম। জিয়া হায়দার। সাংস্কৃতিক অঙ্গন নীরব হলো আরেকবার।
পার্থ সনজয়, আরটিভি, ঢাকা।


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

হুমম। ‌'রূপকথা'র আড়ালে আপনিই তাহলে পার্থ! হাসি

নিউজ স্ক্রিটটা খুব ভালো। আর নিউজটা তো অসাধারণ। সচলে স্বাগতম। চলুক

শ্রদ্ধা জিয়া হায়দারকে শ্রদ্ধা। একই সঙ্গে দাবি করি তার যেনো যথাযথ মূল্যায়ন হয়।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মাহবুব লীলেন এর ছবি

শ্রদ্ধা জিয়া হায়দারকে

অম্লান অভি এর ছবি

এখন চলছে তার গাড়ী যাচ্ছেন নিজ বাড়ী হয় তো অনেক আগেই পৌচ্ছে গেছেন তার ঠিকানায়। এই মাত্র সচলায়তনে ঢুকেই ফোন দিলাম বান্ধুবিকে..............কান্নায় জড়ানো শব্দ..............(আমি তো তখন তথ্য জেনেছি সবই)।

শ্রদ্ধা আর অবনত মস্তকে তাঁকে সালাম.........স্বর্গীয় মোহনায় স্নাত হোক তার আত্মা।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

রণদীপম বসু এর ছবি

আমাদের অনেকগুলো কষ্টের সাথে আরো একটা কষ্ট যুক্ত হলো।
জিয়া হায়দার'কে শ্রদ্ধা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

শ্রদ্ধা জানালাম।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একটা তথ্যের আকাল থাকলো মনে হয়...
তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বাংলাদেশে মঞ্চনাটক শুরুই যে কয়জনের হাত ধইরা (৬২ সালের কধা বাদ দিলাম, স্বাধীনতা পরবর্তীকথা কইতেছি) জিয়া হায়দার তার অন্যতম রূপক।
আমি নিজে নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য। কিন্তু আমার বড় অপ্রাপ্তি কোনোদিন তার সাথে কাজ করা হয় নাই।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেজওয়ান এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

তারপর-কে?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।