মুদ্রণপ্রমাদ জীবন

বালক এর ছবি
লিখেছেন বালক (তারিখ: মঙ্গল, ৩০/১০/২০১২ - ১১:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুদ্রণপ্রমাদ জীবন পাণ্ডুলিপির স্বত্ত্ব গ্রহণ করছো সহাস্যে
ফড়িঙের জীবন, অমরত্ব ভেবে নেচে যাচ্ছো তা থৈ থৈ
তৈরি করে যাচ্ছো নতুন নতুন চিত্রলিপি!
আমি তার বুঝি না কিছুই
না বুঝেই হাওয়ার শরীরে নির্জনে চুমু ভাসিয়ে দেই!

হলুদ পাতার দল উড়ে গেছে কোন সে কালে
জীবন বিভ্রাটে কেটেছে কতো না শতাব্দী,
আজ যা দেখি সব ধূসর,
স্বপ্নের মিছিলে ক্লান্তির জলস্রোত
স্মৃতি দর্শনে হারিয়ে যায় গোধূলি পাঠ্য বিস্তার
ভেসে উঠে প্রতিমার লাশ।

ছায়ার পুতুল, কি এমন পেলে
নিজেকে নিঃস্ব করে আনাড়ি জীবনের স্বত্ত্ব কিনে নিলে?


মন্তব্য

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চমৎকার লাগল চলুক । 'নেছে' টাকে ঠিক করে দিয়েন।


_____________________
Give Her Freedom!

বালক এর ছবি

ধন্যবাদ।
ঠিক করেছি।

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

অচল বোধে নাড়া দিল কবিতাটি ।

আলেক সাই

অতিথি লেখক এর ছবি

স্বপ্নের মিছিলে ক্লান্তির জলস্রোত
স্মৃতি দর্শনে হারিয়ে যায় গোধূলি পাঠ্য বিস্তার
ভেসে উঠে প্রতিমার লাশ।

ধন্যবাদ বালক, অসাধারণ।

তুহিন সরকার

অতিথি লেখক এর ছবি

অনেক ভালো লেগেছে ।

সবুজ তুষার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।