অপেক্ষা - শুধু সেদিনের...

মৃন্ময় আহমেদ এর ছবি
লিখেছেন মৃন্ময় আহমেদ (তারিখ: শনি, ১১/০৮/২০০৭ - ৬:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কিছুই শুনিনা কিছুই বুঝিনা
রৌদ্রের অসহ্য তাপ হোক আর
আকাশের অবিরাম ক্রন্দনই হোক
আমার কিছুতেই যায় আসে না।
হই না কুয়াশার চাদরে শীতকাতুরে
মলিন হলুদও চোখে লাগে না।
সবুজের সমারোহ দাগ কাটেনা মনে
না উত্তাপ দেয় লাল কৃষ্ণচূড়া।

আমি শুধুই অপেক্ষায় আছি সেদিনের-
যেদিন সূর্য আর অস্ত যাবেনা পশ্চিমে।

রচনাঃ ২০০৭-০২-২০


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

কিয়ামত হয়ে যাবে যে! চোখ টিপি

পড়লাম মৃন্ময় । ঐ বাজারে হট্টগোলের ভীড়ে অনেকের ভালো লেখাগুলো পড়ার সুযোগ হয়নি । পড়ছি এখন ধীরে সুস্থে ।

আরো পড়তে চাই ।

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শ্যাজা এর ছবি

সহমত উইথ হাসান মোরশেদ।
কেয়ামত হইয়া যাবে যে!


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

জিফরান খালেদ এর ছবি

ফাটাফাটি!!!

মৃন্ময় আহমেদ এর ছবি

আলো আলো! শুধুই আলো সেদিন
আলোর ফুলকি উড়েনা কোথাও
দগ্ধ হয়ে মস্তিষ্ক নিজেকেই দেয় জাল
স্বাদ নিয়ে দেখি আমিই উধাও।

"মাটি খুব শান্ত, খনির ভেতর দাবদাহ"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।