মহত প্রস্তাব

মৃদুল আহমেদ এর ছবি
লিখেছেন মৃদুল আহমেদ (তারিখ: সোম, ২৮/০৪/২০০৮ - ১:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

চিংড়িকে ডেকে বলি, খাস তুই কি চা?
যদি চা না খাস, তবে নাম তোর ইঁচা--
চিংড়িটা কেঁদে বলে, হবে কেন সেটা?
চা খাওয়ার মানে বুঝি হওয়া কেউকেটা?
কোনকালে একথাটা শুনেছে কে কবে--
চা খাওয়াটা মাছেদের গুণ ধরা হবে ?
আমি হেসে বলি তাকে, শোন ওরে বোকা--
মোটে তুই মাছ নস, আসলে তো পোকা!
মাছ আর পোকাদের নিয়মের মিল,
কোনোদিন হয় নি তো টুডে আনটিল!
চিংড়িটা কেঁদে বলে, তবে হবে কী যে...
দুঃখের চোটে তার উঠে চোখ ভিজে!
শুনে সেটা চুপচাপ কাছে তার এসে,
পানি থেকে তুলে এনে বলি তাকে হেসে,
দুঃখের কিছু নেই, আমি আছি কেন?
এই দুর্দিনে তোর কেউ নেই যেন!
বেশ তো, দিলাম কথা তোকে আমি সেধে--
খেয়ে নেব তোকে ডাটা-চচ্চড়ি রেঁধে !


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

বরাবরের মতোই দূর্দান্ত

"চিংড়িকে ডেকে বলি, খাস তুই কি চা?"
"বেক্কল" ছড়া লেখে শুধু মিছা মিছা
"দুঃখের চোটে তার উঠে চোখ ভিজে"
মৃদুলের ছড়াগুলো সুস্বাদু কী যে !

অভিনন্দন মৃদুল আহমেদ

অনিন্দিতা এর ছবি

বাহ্! মৃদুল আর বেক্কল ছড়াকার আপনারা কবির লড়াই শুরু করুন। মন্তব্য প্রতিমন্তব্য পড়ে আমরা আবার ও চমৎকৃত হতে চাই।
দুজনকেই অভিনন্দন।।

তীরন্দাজ এর ছবি

সফল ছড়াকার আপনি। খুবই ভাল লাগলো!

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মৃদুল আহমেদ এর ছবি

বলুন তো কত ভালো ছড়া লেখে আকতার...
তবু কেন আমারটা পড়ে লাগে তাক তার?
ছন্দ ও শব্দ
তার হাতে জব্দ--
তবুও বিনয়ী তিনি, নেই কোনো জাঁক তার...

-------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

খেকশিয়াল এর ছবি

লিখছে ছড়া মৃদুল কড়া
লিখছে জটিল আকতারে
ছড়ার প্যাঁচে ম্যাচ করে সব
উল্লাসেতে ডাক ছাড়ে !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মৃদুল আহমেদ এর ছবি

সিএনজিটার দাম বাড়াতে
চড়ছি না আর ট্যাক্সি হালে...
ছন্দ দিয়ে সে দুঃখটা
ভুলিয়ে দিলেন খেকশিয়ালে!
--------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

অতন্দ্র প্রহরী এর ছবি

খাইছে! এ তো দেখি সবাই কবি!
মৃদুল ভাইয়ের নতুন রূপ উন্মোচিত হইল! চোখ টিপি জোস লিখছেন।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍চিংড়ির ডাঁটা-চচ্চড়ি আর ট্যাংরা মাছের ঝোল -
কতোদিন হলো পড়েনি তো মুখে
ভাব করি তবু - আছি খুব সুখে
মাঝে-মাঝে খেয়ে আসল দুধের বদলে নকল ঘোল মন খারাপ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।